জাপানের সিনেটের আমন্ত্রণে চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান লু ইয়ো সিয়াং জাতীয় গণ কংগ্রেসের একটি প্রতিনিধি দল নিয়ে ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত জাপানে মৈত্রী সফর করবেন এবং জাতীয় গণ কংগ্রেস ও জাপানের সিনেটের মধ্যকার প্রথম বিনিময় অধিবেশনে যোগ দেবেন।
জানা গেছে, কয়েক বছর আগে রাশিয়া ও যুক্তরাষ্ট্রসহ ৮টি দেশের সংসদ ও ইউরোপীয় সংসদের সঙ্গে নিয়মিত বিনিময় ব্যবস্থা প্রতিষ্ঠার পর গত বছর চীনের জাতীয় গণ কংগ্রেস দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, অষ্ট্রেলিয়া, মিশর, ব্রাজিল, চিলিসহ ৭টি দেশের সংসদ ও জাপানের সিনেটের সঙ্গে বিভিন্ন স্তরের নিয়মিত বিনিময় কর্মকান্ড শুরু করেছে।
|