v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-14 20:13:12    
প্রযুক্তিগত প্রশিক্ষণ জোরদারে কৃষি-শ্রমিকদের উপকৃত হবে

cri

  গত কয়েক বছরে চীন সরকার কৃষি শ্রমিকদের কর্মসংস্থান এবং আরও বেশী কৃষককে স্বচ্ছলকরা সংক্রান্তসমস্যা সমাধানের প্রচেষ্টা চালিয়ে আসছে । পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে প্রায় ৩০০০ প্রতিনিধি প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের সরকারী কার্যবিবরণী পর্যালোচনা করছেন । কার্যবিবরণীতে চীন সরকার কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের জন্য আরও বেশি প্রচেষ্টা চালানোর কথা উল্লেখ করা হয়েছে ।

  এ বছর আধুনিক কৃষির উন্নয়ন এবং নতুন গ্রামাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের কার্যবিবরণীতে বিশেষভাবে কৃষি শ্রমিকদের প্রশিক্ষণ দেয়ার কথা উল্লেখ করা হয়েছে । গ্রামাঞ্চলের দক্ষ মানুষ গড়ে তোলা ও শ্রমশক্তির উন্নয়ন জোরদার করতে হবে । গ্রামীণ শ্রমশক্তিদেরপ্রশিক্ষণ জোরদার করতে হবে । কৃষকদের বৈজ্ঞানিকভাবে জমিচাষের প্রযুক্তিগত মান ও মজুরী করার ক্ষমতা উন্নত করতে হবে এবং নতুন কৃষকদের লালনপালন করতে হবে ।

  চীন সরকার গত কয়েক বছর থেকে গ্রামাঞ্চলের অতিরিক্ত শ্রমশক্তিকে শহরে মজুরী করা জন্য প্রশিক্ষণপ্রকল্পচালু করেছে ।

  পশ্চিম চীনের সানসি প্রদেশ যেমন এক বৃহত্তমকৃষিপ্রধান প্রদেশ তেমনি বৃহত্তমশ্রমশক্তি রপ্তানী প্রদেশ । সানসি প্রদেশের রপ্তানী শ্রমশক্তির মধ্যে অর্ধেক প্রযুক্তিগত প্রশিক্ষণপ্রাপ্ত। এ সম্পর্কে গণ কংগ্রেসের প্রতিনিধি,সানসি প্রদেশের ভাইস গভর্ণর উ তেনছাং বলেছেন , রপ্তানী শ্রমশক্তিদের প্রশিক্ষণআরও জোরদার করতে হবে । এপর্যন্তআমাদের রপ্তানী শ্রমশক্তির মধ্যে অর্ধেকই প্রশিক্ষণ নিয়েছেন । প্রশিক্ষণে যে ফি লাগবে তা সবই স্থানীয় সরকার দেয় । যাতে প্রশিক্ষণ কাজ জোরদার করা যায় ।

  শহরে মজুরী করতে যাওয়া কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের জন্য স্থানীয় সরকার প্রাসঙ্গিক প্রযুক্তিগত প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি চাহিদা অনুযায়ী অর্থাত যে ইউনিটে শ্রমশক্তির প্রয়োজন পড়ছে তাদের জন্য কৃষিশ্রমিকদের প্রশিক্ষণ দেয়া হবে । "বৃষ্টি ও শিশির পরিকল্পনা"নামে দরিদ্র কৃষকদের প্রশিক্ষণ দেয়া সংক্রান্তজাতীয় বিদ্যালয়ের পরিচালক চাং ফোংসিয়াং তাদের কাজের বর্ণনা করেছেন ।

  এক পরিসংখ্যানে জানা গেছে , কৃষিশ্রমশক্তিকে প্রশিক্ষণদেয়ার কাজে কেন্দ্রীয় সরকার মোট ১২৫ কোটি রেনমিনপি বরাদ্দ করেছে । ২০০৬ সালের অক্টোবর মাসের শেষ নাগাদ " সূর্য আলো প্রকল্পে" মোট ৮৩ লাখ কৃষিশ্রমিককে প্রশিক্ষণ দেয়া হয়েছে ।

  হোনান প্রদেশের কৃষক সি তিয়েনচাও আনন্দের সঙ্গেজানিয়েছেন , দশ বছর আগে আমি পেইচিং য়ে এসেছি । তখন আমার বেতন মাত্রকয়েকশ' ইউয়ান ছিল । তিন বছর আগে আমি " সূর্য আলো প্রকল্পে" অংশ নিয়েছি । এখন আমি প্রায় দেড় হাজার ইউয়ান পাই ।

  প্রযুক্তিগতপ্রশিক্ষণের মাধ্যমে কৃষিশ্রমিকদের শুধু বেতন বেড়েছে তাই নয় তাদের দর্শনশক্তিও সম্প্রসারিত হয়েছে । মধ্য চীনের বৃহত্তম কৃষিপ্রধান প্রদেশ হু পেই প্রদেশের প্রতিনিধি ইয়ে ছিং বলেছেন , আমরা আনন্দের সঙ্গে দেখেছি, হুপেই আর হোনান প্রদেশ থেকে যে কৃষকরা উপকূলীয় অঞ্চলে মজুরী করতে গিয়েছেন তারা নতুন চিন্তাধারা ও নতুন প্রকৌশল নিয়ে ফিরে এসেছেন । তারা কারখানা প্রতিষ্ঠা করেছেন । তাদের কারকানায় কাজ করার মাধ্যমে অনেক স্থানীয় লোকও স্বচ্ছলহয়েছেন ।

  সানতুং প্রদেশের গণ কংগ্রেসের প্রতিনিধি ওয়াং ইউয়ানছেন একজন কৃষিশ্রমিক । তিনি বলেছেন , প্রযুক্তিগত প্রশিক্ষণ কৃষকদের উপার্জন করতে সাহায্য করেছে । তাদের জীবনযাপনের মান উন্নত করেছে এবং তাদের ভাগ্য পরিবর্তন করেছে ।

  আনহুই প্রদেশের হাউচৌ শহরের গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান , জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি স্যু চিংলুং বলেছেন, " সূর্য আলো প্রকল্প" ছাড়া সরকারকে মধ্য পর্যায়ের পেশাদারী শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে গ্রামাঞ্চলের যুব শ্রমশক্তিদেরপ্রশিক্ষণদেয়া উচিত । মধ্য পর্যায়ের পেশাদারী শিক্ষা কৃষিশ্রমিকদের কর্মসংস্থানের পক্ষে অত্যন্ত উপকারী হবে ।

  প্রযুক্তিগত প্রশিক্ষণ যেমন কৃষিশ্রমিকদের উপার্জন করতে সাহায্য করেছে তেমনি রাষ্ট্রের পক্ষে দরিদ্র অঞ্চলের জমির অভাবের সমস্যা প্রশমিত করতেও সাহায্য করেছে । এটা দরিদ্র অঞ্চলের পরিবেশ রক্ষার পক্ষে সহায়ক হবে এবং গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের সমন্বিতউন্নয়নে সহায়ক হবে ।