দক্ষিণ কোরিয়ার প্রবাসী চীনা গোষ্ঠীগুলো সম্প্রতি পৃথক পৃথকভাবে বিবৃতি প্রকাশ করে চেন সুয়েন বিয়েনের "স্বাধীন তাইওয়ান" সংক্রান্ত অসার উক্তির তীব্র নিন্দা করেছে।
দক্ষিণ কোরিয়ায় চীনের শান্তিপূর্ণ একত্রীকরণ ত্বরান্বিত ফেডারেশনের সদর দপ্তরসহ দশটি প্রবাসী চীনা গোষ্ঠী ১৩ মার্চ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলেছে, চেন সুয়েন বিয়েনের উত্থাপিত "চারটি চাওয়া ও একটা নেই" এ অসার উক্তি আরেকবার প্রমান করেছে যে, তিনি "তাইওয়ানের স্বাধীনতার" পথে আরো কয়েক ধাপ বিপদের দিকে এগিয়েছেন। এভাবে পুর্বপুরুষকে ভুলে যাওয়া, দেশকে বিভক্ত করা লোকের নিয়তি কখনই ভালো হবে না।
বিবৃতিতে বলা হয়েছে, তারা আশা করে, চীন সরকার শান্তিপুর্ণ একত্রীকরণ, এক দেশ দুই সমাজ ব্যবস্থার মৌলিক নীতির ভিত্তিতে দেশি-বিদেশি সকল স্বদেশবাসীকে একত্রিত করে দৃঢ়তার সঙ্গে স্বদেশকে বিচ্ছিন্ন করার যে কোন ধরনের অপ-তত্পরতার বিরোধীতা করবে ও প্রতিরোধের ব্যবস্থা নেবে।
|