১৪ মার্চ সিনহুয়া সংবাদ সংস্থার এক খবরে জানা গেছে, বর্তমানে চীন নিরাপদ, কার্যকর, সুবিধাজনক ও সস্তা চিকিত্সা স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা সেল গঠন করছে । চলতি বছর চীনের কেন্দ্রীয় সরকার ১০.১ বিলিয়ন ইউয়ান দিয়ে গ্রামাঞ্চলের নতুন চিকিত্সা সহযোগিতামূলক ব্যবস্থা সম্প্রসারণ করবে এবং শহরের চিকিত্সা ব্যবস্থার সংস্কারের কাজ জোরদার করবে ।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের একজন মুখপাত্র সম্প্রতি বলেছেন, ২০০৩ সাল থেকে চীনের অর্ধেকাংশ জেলায় গ্রামাঞ্চলের নতুন চিকিত্সা ব্যবস্থা চালু হয়েছে । চলতি বছর এর বৃদ্ধির হার ৮০ শতাংশে দাঁড়াবে ।
স্বাস্থ্যমন্ত্রণালয়ের পরিসংখ্যান থেকে জানা গেছে, গত বছরের শেষ নাগাদ গ্রামাঞ্চলে নতুন চিকিত্সা ব্যবস্থা ভোগকারী সংখ্যা ৪০ কোটিরও বেশি, তা চীনের কৃষকদের মোট সংখ্যার প্রায় অর্ধেক ।
শহরে চীনের স্বাস্থ্য বিভাগের চালানো এলাকা চিকিত্সা সেবা প্রকল্প জনগণের চিকিত্সা নেয়ার ক্ষেত্রে বেশ কিছু সুবিধা এনে দিয়েছে ।
|