চীনের উপ-প্রধানমন্ত্রী চেং পেই ইয়ান সম্প্রতি বলেছেন, ছিংহাই -তিব্বত রেলপথ ছিংহাই এবং তিব্বত অঞ্চলের অর্থনীতির উন্নয়নে আরো বেশি ভূমিকা পালন করবে ।
তিনি বলেছেন, ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার ৮ মাসের মধ্যে ছিংহাই -তিব্বত মালভূমির পরিবহন ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে এবং দু'টি অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভুমিকা পালন করছে । এর পাশাপাশি এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশও কার্যকরভাবে সংরক্ষণ করা হয়েছে । তিনি সংশ্লিষ্ট সকলকে ছিংহাই-তিব্বত রেলপথের মান আরো উন্নত করে বিভিন্ন জাতির জনগণের জীবনযাত্রাকে সমৃদ্ধ এবং অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন ।
|