১৪ মার্চ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহা পরিচালক মোহাম্মেদ আল বারাদেই উত্তর কোরিয়া সফর শেষে পেইচিংয়ের উদ্দেশ্য রওয়ানা হচ্ছেন । তিনি বলেছেন, পেইচিংয়ে এবার তিনি উত্তর কোরিয়া সফরের ফলাফল প্রকাশ করবেন ।
পরিকল্পনা অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ছ'টায় তাঁর পিয়ংইয়ং ত্যাগ করার কথা । কিন্তু বিমান বন্দর কর্মকর্তার অনুরোধে বারাদেই একটু আগেই রওয়ানা হবেন ।
উত্তর কোরিয়ার আমন্ত্রণে১৩ মার্চ বারাদেই পিয়ংইয়ং পৌঁছান। এবার হল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাবেক মহাপরিচালক হানস ব্লিত্জ ১৯৯২ সালে পিয়ংইয়ং সফর করার পর, আই.এ.ই.এ.'র মহাপরিচালকের এই প্রথম পিয়ইয়ং সফর ।
|