সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে , পূর্ব চীনের নানচিং লৌহ ও ইস্পাত কোম্পানিসহ চীনের ১৪টি শিল্প প্রতিষ্ঠান চীনে ই ইউ'র বর্জ্য পদার্থ নিঃসরণ স্বেচ্ছায় কমানো সংক্রান্ত চুক্তিতে শামিল হয়েছে ।
চীনের পরিবেশ সুরক্ষার জন্য এই প্রথমবারের মতো শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বেচ্ছায় বর্জ্য পদার্থের নিঃসরণ কমানোর কর্মসূচীতে অংশগ্রহণ করছে । ই ইউ এই চুক্তিতে যোগদানকারী শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তিগত সাহায্য দেবে । চীন সরকারও সংশ্লিষ্ট ক্ষেত্রে অগ্রাধিকার দেবে ।
জানা গেছে , এই চুক্তিতে অংশগ্রহণকারী ১৪টি শিল্প প্রতিষ্ঠান লৌহ ও ইস্পাত , তেল ও রসায়নিক শিল্প ও ঘরবাড়ি নির্মাণ সামগ্রী শিল্পের সঙ্গে জড়িত । পরবর্তী তিন বছরে এই সব শিল্প প্রতিষ্ঠান বছরে ৩ থেকে ৫ শতাংশ জ্বালানীর পুনঃব্যবহারের হার বাড়াবে এবং ৩ থেকে ৫ শতাংশ বর্জ্য পদার্থের নিঃসরণ কমাবে ।
|