সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে , পূর্ব চীনের শাংহাই মহানগর , চিয়াংসু ও চেচিয়াং প্রদেশসহ ইয়াংশি নদীর ব-দ্বীপ এলাকার রফতানির ব্যাপারে বিদেশী পুঁজিবিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানগুলো প্রধান ভূমিকা পালন করছে । পূর্ব চীনের এই তিনটি অঞ্চলের রফতানি মূল্যের মধ্যে ৬৩.৩ শতাংশই বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠানের ।
গত কয়েক বছরে ইয়াংশি নদীর ব-দ্বীপ এলাকা এমন একটি গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয়েছে , যে এলাকায় বেশি বিদেশী পুঁজি বিনিময় করা হয়েছে । গত বছর এই এলাকার অর্থনীতিতে দ্রুত বৃদ্ধি অব্যাহত ছিল । বিদেশী ব্যবসায়ীদের পুঁজি বিনিময়ের মূল্য ৩৩.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে ।
ইয়াংশি নদীর ব-দ্বীপ এলাকার বিদেশী ব্যবসায়ীদের পুঁজি বিনিয়োগের মধ্যে বেশির ভাগ হল যন্ত্র নির্মাণ শিল্পের । বিপুল সংখ্যক বিদেশী পুঁজি বিনিয়োজিত শিল্প প্রতিষ্ঠান চালু হওয়ার পর এই এলাকার রফতানি দ্রুতভাবে বৃদ্ধি পেয়েছে ।
|