এ বছরের প্রথম দিকে শুরু প্রশান্ত মহাসাগরের পাদদেশের সরাসরি অপটিক্যাল ফাইবার ব্যবস্থার নির্মাণকাজ ২০০৭ সালের শেষ নাগাদ সম্পন্ন হবে । এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে চীনের শাংহাই মহানগরের যোগাযোগ গড়ে তোলা হবে । তখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টেলি-যোগাযোগের ক্ষমতা ৬০ গুণ বৃদ্ধি পাবে এবং তথ্য পাঠানোর গতি ও নিরাপত্তা ব্যবস্থাও লক্ষণীয়ভাবে উন্নত হবে ।
এ পর্যন্ত সমুদ্রের পাদদেশের ন'টি আন্তর্জাতিক অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে চীনের শাংহাইয়ের যোগাযোগ গড়ে তোলা হয়েছে । চীনে সমুদ্রের পাদদেশের অপটিক্যাল ফাইবারের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে যে টেলি-যোগাযোগ সম্পর্ক স্থাপন করা হয়েছে , তার মধ্যে ৭০ শতাংশ চীনের শাংহাইয়ের ।
কার্যক্রম অনুযায়ী , ২০১০ সালের মধ্যে শাংহাইয়ে ব্যাপকভাবে নেট পরিসেবার আওতা সম্প্রসারিত করা হবে । তখন শাংহাই আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবস্থার একটি কেন্দ্রে পরিণত হবে ।
|