আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি আগ্নেয়াস্ত্রের দোকানে ১৪ মার্চ ভোরে বিস্ফোরণ ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন নিহত এবং বহুলোক আহত হয়েছে।
স্থানীয় সংবাদ-মাধ্যম সূত্রে জানা গেছে, কাবুল শহরের একটি বাজারের কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে । ঘটনাস্থলটি প্রেসিডেন্ট ভবন, সরকারের সংশ্লিষ্ট বিভাগ এবং ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর দফতরের চেয়ে খুব বেশী দূরে নয়।
কাবুলের স্থানীয় পুলিশ বলেছে, এ ঘটনাটি বারুদ হঠাত্ বিস্ফোরণে ঘটে । তবে আফগানিস্তানের গোয়েন্দা দফতরের একজন কর্মকর্তা বলেছে, এটা হচ্ছে একটি বোমার বিস্ফোরণ। বিস্ফোরণের কারণ অনুসন্ধ্যানের জন্য তদন্তের কাজ শুরু হয়েছে।
এ বছর কাবুলের প্রথমবারের মতো এই বোমার বিস্ফোরণ ঘটেছে ।
|