ওপেকের পালাক্রমিক চেয়ারম্যান দেশ , সংযুক্ত আরব আমীরাত এর তেলমন্ত্রী মোহামেদ আল হামিল ১৩ মার্চ বলেছেন, ঋতু পরিবর্তনের জন্য চলতি বছর বিশ্বের ত্রৈমাসিক তেল উত্পাদনের পরিমাণ প্রথম ত্রৈমাসিকের চেয়ে ১৭ লাখ ব্যারেল কম হবে ।
ওপেকের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ওপেকের সদস্যদেশগুলো তেলের পরিমাণ কমানোর সিদ্ধান্তকে বাস্তবায়ন করবে । তিনি মনে করেন, বর্তমানে বিশ্বের তেল বাজারের চাহিদা ও সরবরাহ সুষম হয়েছে এবং বিশ্বের তেলের সঞ্চয়ের পরিমাণও গ্রহণযোগ্য । তিনি জোর দিয়ে বলেছেন, ওপেক বিশ্বের তেল বাজারের চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য বজায় রাখার জন্য প্রচেষ্টা চালাবে ।
|