যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টম কেসি ১৩ মার্চ ওয়াশিংটনে এক ভাষণে বলেছেন, উত্তর কোরিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ আল-বারাদেইকে সে দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে যা হচ্ছে কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যা সমাধানের এক ইচিবাচক পদক্ষেপ।
প্রেস ব্রিফিংয়ে কেসি বলেছেন, উত্তর কোরিয়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সম্পর্ক চার বছর ছিন্ন থাকার পর বারাদেইকে আমন্ত্রণ করেছে দেখে যুক্তরাষ্ট্র খুব আনন্দ বোধ করছে। যুক্তরাষ্ট্র আশা করে, এবারের সফর কোরিয় উপদ্বীপের পারমাণবিক সমস্যার পঞ্চম দফা বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনে উত্তর কোরিয়ার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তার ইয়োংবোয়াং পারমাণবিক সাজসরঞ্জাম নির্মাণ কাজ বন্ধ করবে।
উল্লেখ্য যে, ১৩ মার্চ বারাদেই উত্তর কোরিয়া পৌঁছে দু'দিনব্যাপী তার সফর শুরু করেছেন। উত্তর কোরিয়া সফরের পর বারাদেই চীন সফর করবেন।
|