২০০১ সাল নোবেল অর্থনীতি পুরস্কার বিজয়ী, মার্কিন অর্থনীতিবিদ জোসেফ ই. ষ্টিগলিত্জ ১৩ মার্চ চীনের কুনমিং শহরে বলেছেন, অর্থনৈতিক ক্ষেত্রে একটি বলিষ্ঠ প্রতিদ্বন্দ্বী হিসেবে চীনের উন্নয়ন গোটা বিশ্বের অর্থনীতির জন্য কল্যাণকর হবে।
সংবাদদাতার সাক্ষাত্কার গ্রহণের সময় ষ্টিগলিত্জমনে করেন, চীনের পুনরুদ্ধার সরাসরি যুক্তরাষ্ট্রের অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছে, যেমন নিম্ন বেকারত্ব হার ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে দামের স্থিতিশীলতাসহ বিভিন্ন দিক। চীনের দ্রুত উন্নয়নের পাশাপাশি ব্যাপক উন্নয়নশীল দেশগুলোর জন্যও বহু সুযোগ বয়ে এনেছে।
ষ্টিগলিত্জমনে করেন, চীনের নিজের অর্থনৈতিক সমস্যা সমাধানের পদ্ধতি অন্বেষণের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত।
|