১৪ মার্চ আমাদের সংবাদদাতা চীনের গণ নিরাপত্তা মন্ত্রণালয়ের সূত্রে জানতে পেরেছে যে, ২০০৬ সালে চীনের মূলভূভাগের ৩ কোটি ৪৫ লাখ ২০ হাজার পার্সন টাইমস্ বিদেশ ভ্রমণ করেছেন। এ সংখ্যাটি ২০০৫ সালের চেয়ে ১১.২৭ শতাংশ বেশি। চীনের হংকং, ম্যাকাও ও জাপান হচ্ছে প্রথম তিনটি অঞ্চল বা দেশ , যেখানে সবচেয়ে বেশি চীনা ব্যক্তি গিয়েছেন।
জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ফলে গভীরতর উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের বৈদেশিক সহযোগিতা ও বিনিময় কর্মকান্ডওদিনে দিনে বাড়ছে। চীনের জনসাধারণের জীবনযাপনের মান উন্নয়নের পাশাপাশি বিদেশ ভ্রমণের সঙ্গে সংশ্লিষ্ট অনুমোদন প্রদানের কাজও অনেক সহজ করা হয়েছে। ফলে বিভিন্ন ধরনের বিদেশ ভ্রমণকারী লোক সংখ্যা দ্রুতই বেড়ে চলেছে।
|