১৩ মার্চ মিশরের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আলি আবুল ঘেইত ঘোষণা করেছেন যে, ২৫ মার্চ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কনডোলিত্জা রাইস মিশর সফর করবেন এবং আরবের চার পক্ষীয় বৈঠকে অংশ নেবেন ।
তিনি বলেছেন, রাইস মিশরের দক্ষিণাঞ্চলের আসওয়ানে দিনব্যাপী আরবের চার পক্ষীয় বৈঠকে অংশ নেবেন (অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে মিশর, সৌদি আরব, জর্দান ও সংযুক্ত আরব আমীরাত ) । মিশরের প্রেসিডেন্ট হুসনী মুবারাক ও রাইসের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে ।
তিনি বলেছেন, মিশর সফরের আগে রাইস ইসরাইল এবং ফিলিস্তিনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন । মিশর সফরের পর তিনি পুনরায় ইসরাইল এবং ফিলিস্তিনে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার উপায় খুঁজে বের করবেন । এপ্রিল মাসে রাইস পুনরায় মিশর সফর করে আরবের চার পক্ষীয় এবং মধ্য-প্রাচ্য বিষয়ক চার পক্ষীয় বৈঠকে অংশ নেবেন ( অংশগ্রহণকারী দেশগুলো হচ্ছে জাতিসংঘ, ই.ইউ.যুক্তরাষ্ট্র এবং রাশিয়া) ।
|