প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। আজ হচ্ছে ২০০৬ সালের সর্বশেষ চাওয়া পাওয়া। সদ্যবিলপ্ত ২০০৬ সালে আপনারা কি কি সাফল্য পেয়েছেন এবং আসন্ন ২০০৭ সালে আপনাদের আশা -আকাংক্ষা কি, এসব আমার মনে হয় এ বছরের শেষ নাগাদ আমাদের চিন্তা করা উচিত। আমিও আশা করি যে, আমাকে দেয়া চিঠিতে আপনাদের মনের কথা ভাগাভাগি করবো। আচ্ছা , আর কথা বলবো না। একসঙ্গে শ্রোতাবন্ধুদের পছন্দের গান উপভোগ করবো।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার গাবগাছি গ্রামের বেলকুচি হ্যালো ফ্রেণ্ডস বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: ওছিয়ার রহমান মিন্টু আমাদের অনুষ্ঠানে মাইকেল জ্যাকশনের গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, এখন আমি আপনার চাওয়া পূরণ করছি। একসঙ্গে মাইকেল জ্যাকশনের গাওয়া "WILL YOU BE THERE"নামে গানটি শুনি।
বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালীর এম.এম.গোলাম সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, আশা ভোঁসলে, কিশোর কুমার এবং আব্দুল আলীমের গান আমার প্রিয়। প্রিয় বন্ধু, এখন আমি আপনার প্রিয় শিল্পী আশা ভোঁসলের গাওয়া "আর কত রাত"নামে গানটি শোনাচ্ছি।
বাংলাদেশের ওয়াল্ড রেডিও ডি এক্স লিসনার্স ক্লাবের তাছলিমা আক্তার লিমা আমাদের অনুষ্ঠানে তাঁর পছন্দের একটি গান শুনতে চেয়েছেন। গানটি হল: যেখানে সীমন্ত তোমার সেখানেই বসন্ত আমার"। গানটি গেয়েছেন কুমার বিশ্বজিত্ । কিন্তু গানটি আমাদের হাতে নেই। তাই কুমার বিশ্বজিতের গাওয়া আরেকটি গান প্রচার করবো। আশা করি সবাই পছন্দ করবেন।
ভারতের পশ্চিম বঙ্গের বর্দ্ধমান জেলার SIMLA UTTAR PARA গ্রামের শর্ট ওয়েভ ওয়াল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বসাক আমাকে লেখা চিঠিতে তাঁর অনেক পছন্দের শিল্পীর গান দিখেছেন। ভবিষ্যতের অনুষ্ঠানে আমি সব গান পর্যায় ক্রমে শোনানোর চেষ্টা করবো। এখন আমি সুবীর নন্দীর গাওয়া (আমি বৃষ্টি কাছ থেকে)Ami Brishtir Kachh Theke নামে গানটি শোনাচ্ছি। কারণ "যে আঁখিতে এতো হাসি লুকানো"নামে তাঁর কন্ঠে গানটি আমার হাতে নেই। আশা করি আপনি হতাশ হবেন না।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানে শেষ হল। নতুন বছরে সকল শ্রোতাবন্ধুদের শরীর স্বাস্থ্য এবং উন্নতি কামনা করছি। আজকের অনুষ্ঠান শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।
|