বাংলা ভাষা, বাংলা ভাষা,
আন্দোলনের রক্তে ভাষা।
মুক্তির সেই আন্দোলনে
শোক আর সাহসে ঘাষা।
রফিক সালাম জববারেরা
রক্ত দিলো ঢেলে
ফণ্ডন আণ্ডন বীর ছেলেরা
ভয়কে দিলো ঠেলে।
বাংলা ভাষা উধে ওঠে
পাহাড় সাম ফিড়ি বেয়ে।
ঘোদার কাছে হাজার শেকর
জনলে এই ভাষাটা পেয়ে।
---বাংলাদেশের বগুড়া জেলার নিমাইদীঘি গ্রামের সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম.আব্দুর রাজ্জাক।
|