চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৩ মার্চ বলেছেন, জ্যাক শিরাক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১২ বছরে চীন ও ফ্রান্সের সম্পর্ক,চীন ও ইউরোপের সম্পর্কের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছেন। চীন তার প্রশংসা করেছে। তাছাড়া ফ্রান্স তাইওয়ান,চীন ও ইউরোপের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে সঠিক অবস্থা সমর্থন করেছে। চীন তারও প্রশংসা করেছে। চীন দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে সন্তোষ প্রকাশ করছে।
১৯৯৫ সালে শিরাক ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন।২০০২ সালে তিনি প্রেসিডেন্ট পুননির্বাচিত হন। ১১ মার্চ সন্ধ্যায় তিনি দেশের জনগণের উদ্দেশ্যে এক টেলিভিশন ভাষণে বলেছেন যে, তিনি আর নির্বাচনে অংশ গ্রহণ করবেন না।
ছিন কাং পেইচিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বর্তমানে আন্তর্জাতিক অবস্থা খুব বৈচিত্র্য। আন্তর্জাতিক ব্যাপারে চীন ও ফ্রান্সের ব্যাপক অভিন্ন স্বার্থ রয়েছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। চীন দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নকে দৃঢ়ভাবে সমর্থন করবে।
|