v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-13 19:09:23    
চীন সরকার অব্যাহতভাবে সত ও নিষ্ঠাবান সরকার গঠনের কাজ চালিয়ে যাবে

cri

    চীনের সর্বোচ্চ জাতীয় ক্ষমতা সংস্থা---চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । রাষ্ট্রীয় পরিষদের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও তাঁর সরকারী কার্যবিবরণীতেস্পষ্টভাবে উল্লেখ করেছেন ,আইন অনুযায়ী প্রশাসনিক কার্যক্রমকে নিয়মাফিক করতে হবে । গভীরভাবে সত ও নিষ্ঠাবানসরকার গঠন এবং দুর্নীতি দমনের কাজ চালাতে হবে । শিক্ষা দান এবং সরাসরি তত্তাবধানের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ ও দমন করার ব্যবস্থাকে উন্নত করতে হবে । অধিবেশনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন যে , প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও স্পষ্টভাষায় এ বছর চীন সরকারের দুর্নীতি দমন , সত্ ও নিষ্ঠাবানসরকার গঠনের যে গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করেছেন তা থেকে চীন সরকারের দুর্নীতি দমন করার দৃঢ়সংকল্পের কথাই প্রমাণিত হয়েছে ।

    ৫ মার্চ সকালে প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও তার সরকারী কার্যবিবরণীতে উল্লেখ করেছেন ,চীন সরকারের লক্ষ্য হল একটি সত, নিষ্ঠাবানও ন্যায়পরায়ণ সরকার গঠন করা এবং জনসাধারণের কাঙ্ক্ষিত সরকার গঠন করা । এই লক্ষ্য বাস্তবায়নের জন্য সরকারকে আইন অনুযায়ী সত্ ও নিষ্ঠাবান সরকার গঠন এবং দুর্নীতি দমন করার সংগ্রাম চালাতে হবে এবং শিক্ষা দান এবং সার্কিকতত্তাবধানের মাধ্যমে দুর্নীতি দমন করার ব্যবস্থাকে উন্নত করতে হবে ।

    প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের এই বক্তব্য উপস্থিত সকল প্রতিনিধিদের কাছে প্রশংসিত হয়েছে । এ সম্পর্কে চিলিন প্রদেশের প্রকিউরেইটের প্রধান সো ওয়েইতুং বলেছেন, প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাওয়ের রিপোর্ট গণ প্রতিনিধিদের প্রশংসাপেয়েছে । আমি মনে করি , এই সব ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়িত করা দুর্নীতি প্রতিরোধ এবং দুর্নীতি দমন করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।

    ২০০৪ সালে চীন সরকার "আইন অনুযায়ী সার্বিকভাবেপ্রশাসন চালানোর কর্মসূচী" প্রকাশ করেছে । কর্মসূচীতে আইনগত প্রশাসনিক সরকার গঠন করার কথা উল্লেখ করা হয়েছে ।

    ২০০৬ সালেচীনের ক্ষমতাসীন পার্টি চীনা কমিউনিস্ট পার্টি দুর্নীতি প্রতিরোধ করার দৃঢ়সংকল্পের কথা ব্যাপকভাবে সবার প্রশংসা পেয়েছে । বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে চালানো দুর্নীতি দমনের তত্পরতা জনসাধারণের সমর্থন ও প্রশংসা লাভ করেছে । সবাই উপলব্ধি করেছেন যে , ২০০৬ সালে দুর্ণীতির মামলার তদন্ত ও পরিচালনার কাজ জোরদার করার পাশাপাশি চীনা পার্টি ও সরকার দুর্নীতি দমন , সত ও নিষ্ঠাবানসরকার গঠনসম্পর্কিত আইনগত ব্যবস্থাপ্রণয়নেও গুরুত্বপূর্ণ অগ্রগতি লাভ করেছে । 

    সাংহাই শহরের সামাজিক বীমার অর্থের অবৈধ ব্যবহার ২০০৬ সালের সবচেয়ে আকর্ষণীয়একটি মামলা । এ সম্পর্কে জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে , চীনা কমিউনিস্ট পার্টিরসাংহাই কমিটির অস্থায়ী সম্পাদক , মেয়র হান চেং বলেছেন , সাংহাই শহর এই মামলা থেকে শিক্ষাগ্রহণ করবে । এই মামলার মাধ্যমে পরিসেবামূলক সরকার , দায়িত্বশীল সরকার এবং আইনগত সরকার গঠন করার কাজ জোরদারের প্রক্রিয়ায় সরকারকে কাঠামোগত নির্মাণকে জোরদার করতে হবে । বিশেষ করে আইন অনুযায়ী প্রশাসন পরিচালনার ব্যাপারে আমাদেরকে সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী কাঠামোগত নির্মাণ কাজ আরও জোরদার করতে হবে । পাশাপাশি তত্ত্বাবধানকেওজোরদার করতে হবে এবং ক্ষমতাকে তত্ত্বাবধানেরাখতে হবে । গণ কংগ্রেসের তত্ত্বাবধান, রাজনৈতিক পরামর্শের তত্ত্বাবধান, সমাজের তত্ত্বাধান , বিভিন্নব্যবস্থার তত্ত্বাবধান, জনগণের তত্ত্বাবধান এবং গণ মাধ্যমের তত্ত্বাবধানকেজোরদার করতে হবে ।

    চীনা কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য , কেন্দ্রীয় কমিটির শৃঙখলা কমিটির সম্পাদক উ কুয়ানচেং গণ কংগ্রেস চলাকালে বহুবার বলেছেন , কাঠামোগত ব্যবস্থার উদ্ভাবনের কাজকে ত্বরান্বিত করতে হবে । শিকড় থেকে দুর্নীতিকে প্রতিরোধ কাজকে জোরদার করতে হবে । তিনি বলেছেন , দুর্নীতি প্রতিরোধ করার কাজ জোরদারেরপ্রক্রিয়া অনবরতভাবে কাঠামোগত ব্যবস্থাকে উন্নত করার মূল প্রক্রিয়া । সঠিক ব্যবস্থার উপর নির্ভর করে এই সব দুর্নীতিকেদমন করতে হবে । বিভিন্নব্যবস্থার সংস্কার ও তার বাস্তবায়নজোরদার করতে হবে এবং ধাপেধাপে দুর্নীতিরউত্স ও শর্ত নির্মূলকরতে হবে ।