জাপানের মন্ত্রীসভা সচিবালয়ের প্রধান শিওজাকি ইয়াসুহিসা ১২ মার্চ বলেছেন , জাপান সরকার দ্বিতীয় মহা যুদ্ধকালে জাপানী সেনানিবাসে বাধ্যতামূলকভাবে পতিতাবৃত্তিতে নিয়োজিত মহিলাদের বিষয়ে জরীপ চালাবে না । এ দিন জাপানের প্রধানমন্ত্রী সিন্জো আবে এই মত প্রকাশ করেছেন যে , যুদ্ধকালে সেই ধরনের মহিলা হিসেবে যারা মন ও দেহের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে , তাদের কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন ।
খবরে প্রকাশ , এ দিন শিওজাকি ইয়াসুহিসা বলেছেন , লিবারেল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সংসদ সদস্য যুদ্ধকালে জাপানী সেনানিবাসে বাধ্যতামূলকভাবে পতিতাবৃত্তিতে নিয়োজিত মহিলাদের বিষয়ে জরীপ চালাবার কথা ঘোষণা করেছেন । কিন্তু এই ক্ষেত্রে সরকার এখনো কোন সিদ্ধান্ত নেয় নি ।
৮ মার্চ লিবারেল ডেমোক্রেটিক পার্টির আংশিক সংসদ সদস্য জাপান সরকারের কাছে এই বিষয় নিয়ে পুনরায় জরীপ চালাবার দাবি জানিয়েছেন । তারা বলেছেন , দ্বিতীয় মহা যুদ্ধে জাপানী সৈন্যরা এমন ধরনের কাজে জড়িত ছিল না ।
|