চীনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মাও ছুন আন ১২ মার্চ পেইচিংয়ে বলেছেন , গত বছরের শেষ নাগাদ চীনের ১৪৫১টি জেলায় নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা বিষয়ক পরীক্ষামূলক কাজ চালু হয়েছে । চীনে মোট ২৯০০টি জেলা আছে । এ পর্যন্ত নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থায় অংশগ্রহণকারী কৃষকদের সংখ্যা চীনের কৃষি জনসংখ্যার ৪৭.২ শতাংশ হয়েছে ।
চীনের গ্রামাঞ্চলে নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা এমন এক ধরনের চিকিত্সা বীমা ব্যবস্থা , যে ব্যবস্থায় কৃষকরা স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন । এই ব্যবস্থায় যে তহবিল লাগে , তাতে কৃষকরা ও সরকার যথাক্রমে ২০ শতাংশ ও ৮০ শতাংশ বহন করে থাকে । যারা এই ব্যবস্থায় শামিল হয়েছে , তাদের আংশিক চিকিত্সার ফি চিকিত্সা তহবিল থেকে ফেরত পাওয়া যায় ।
চীন সরকারের কার্যক্রম অনুযায়ী , আগামী বছরের শেষ নাগাদ চীনের নতুন গ্রামীণ সহযোগিতা চিকিত্সা ব্যবস্থা গ্রামাঞ্চলের সকল কৃষকের কাছে চালু করা হবে ।
|