চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৩ মার্চ পেইচিংয়ে ঘোষণা করেছেন , চীন ও সংশ্লিষ্টবিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করার পর ছ'পক্ষীয় বৈঠকের ছাঁচে কোরীয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণ কর্মগ্রুপ গঠিত হয়েছে । চীনের উপপররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েই কর্মগ্রুপের প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন । কর্মগ্রুপের প্রথম সভা ১৭ মার্চ পেইচিংয়ে অনুষ্ঠিত হবে ।
|