আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থার পরিচালক মোহামেদ আল বারাদেইর নেতৃত্বাধীন সাত জনের একটি প্রতিনিধি দল ১৩ মার্চ পিয়ং ইয়ং পৌঁছে উত্তর কোরিয়ায় তাদের দু'দিনব্যাপী সফর শুরু করেছে।
বিমান বন্দরে আল বারাদেই সংবাদ-মাধ্যমকে বলেছেন, এবারের সফরের লক্ষ হল আন্তর্জাতিক আণবিকশক্তি সংস্থা ও উত্তর কোরিয়ার সম্পর্কের মধ্যে অগ্রগতি অর্জনের চেষ্টা করা। তিনি উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে ছ'পক্ষীয় বৈঠকের চুক্তিতে পৌঁছানোর জন্যে ভালভাবে আলোচনা করবেন।
উত্তর কোরিয়ার আণবিকশক্তি সাধারণ ব্যুরোর বৈদেশিক বিভা গের প্রধান সান মোন-সানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমান বন্দরে বারাদেইকে অভ্যর্থনা জানান । এসময় সান মোন-সান বলেছেন, বারাদেই উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর নির্দিষ্ট কিছু ব্যবস্থা নেয়া হবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং এদিন পেইচিংয়ে বলেছেন, চীন সংশ্লিষ্ট দেশের সঙ্গে আলোচনার পর, ছ'পক্ষীয় বৈঠকের কাঠামোয় কোরিয় উপদ্বীপের পারমাণবিক অস্ত্রমুক্তকরণ সংক্রান্ত কাজকর্ম গ্রুপ গঠন করেছে । এর প্রধান হচ্ছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়েরউপমন্ত্রী। এ গ্রুপ ১৭ মার্চ পেইচিংয়ে প্রথমবারের মতো সংশ্লিষ্ট এক সম্মেলন আয়োজন করবে।
|