যুক্তরাষ্ট্র , রাশিয়া , চীন , ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানীসহ ছয়টি দেশ নিউইয়র্কে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত নতুন খসড়া প্রস্তাব সম্পর্কিত রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনায় অগ্রগতি অর্জিত হয়েছে। যাতে বেশ কিছু ক্ষেত্রে মতৈক্য পৌঁছানো সম্ভব হয়েছে।
জাতিসংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি এমির জোনস প্যারি আলোচনার পর সংবাদ-মাধ্যমকে বলেছেন, বিভিন্ন দেশের অংশগ্রহণকারী প্রতিনিধিরা এবারের আলোচনার ফলাফল তাদের সরকারকে জানতে এবং এ সংশ্লিষ্ট নির্দেশের জন্য অপেক্ষা করছে।
জাতিসংঘে ফ্রান্সের স্থায়ী প্রতিনিধি জীন-মার্ক দ্যা লা সাবলিয়েরে বলেছেন, এবারের আলোচনা হচ্ছে ইরানের পারমাণবিক সমস্যা সংক্রান্ত নতুন খসড়া প্রস্তাব সংশ্লিষ্ট আলোচনা শুরুর পর ছয়টি দেশের একটি ইতিবাচক দিক।
জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভিতালি ছুর্কিন বলেছেন, ছয়টি দেশ মৌলিক সমস্যার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে , তবে এর নির্দিষ্ট কিছু ব্যবস্থায় আরও মতভেদ রয়েছে ।
|