v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-13 15:59:51    
আনহুয়ালি কমিউনিটির বয়োবৃদ্ধ ইংরেজী শিক্ষাকোর্স(1)

cri

   

    পেইচিংয়ের একজন সত্তরবছর বয়সের বৃদ্ধা কেন সুন ছিন ইংরেজী ভাষা শিখছেন । চীনে ৫০ বছরের বেশি বয়স্ক ও বৃদ্ধবৃদ্ধাদের মধ্যে কম লোক ইংরাজী ভাষা জানেন । সত্তর বছর বয়সের বৃদ্ধা কেন সু ছিন কেন উত্সাহের সঙ্গে ইংরেজী শিখছোর ? এ প্রশ্ন নিয়ে আমাদের সংবাদদাতা বৃদ্ধা কেন সু ছিনের আবাসিক এলাকা , পেইচিংয়ের ছাও ইয়াং অঞ্চলের আন হুয়া লি কমিউনিটিতে গেলেন ।

    সবাই জানেন , আগামী বছর পেইচিংয়ে ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে । ওলিম্পিক গেমস ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পেইচিংয়ের নাগরিকদের ইংরেজী ভাষা শেখার উত্সাহও ক্রমেই বাড়ছে । কমিউনিটির অধিবাসীরা ওলিম্পিক গেমস চলাকালে বিদেশী বন্ধুদের সেবা ও সাহায্য করার জন্য ইংরেজী ভাষা শিখছেন । পেইচিংয়ের অনেক নাগরিক কমিউনিটিতে বিদেশী ভাষা প্রশিক্ষণ কোর্স খুলেছে। বৃদ্ধা কেন সু ছিন পেইচিংয়ের ছাও ইয়াং অঞ্চলের আন হুয়া লি নাগরিক কমিউনিটির একজন অধিবাসী । গত বছরের ১১ জুলাই এ কমিউনিটিতে ইংরেজী কোর্স শুরু হয় । এ কমিউনিটির প্রধান ছুই কান এ সম্পর্কে বলেছেন , এ কোর্স খোলার আগে আমরা কমিউনিটির বয়োবৃদ্ধদের চাহিদা সম্পর্কে খোঁজখবর নিয়েছি । এতে আমরা জানতে পেরেছি অবসর নেয়ার পর বয়োবৃদ্ধরা নিজের অবসরোত্তর জীবন আরো সমৃদ্ধ করতে চান । তারা ওলিম্পিক গেমসের জন্য কিছু কাজ করতে চান । তাই তারা ইংরেজী ভাষা শেখার ইচ্ছা প্রকাশ করেছেন । আমরা বৃদ্ধবৃদ্ধাদের জন্য একটি ইংরেজী ভাষার শিক্ষা কোর্স খোলার সিদ্ধান্ত নিয়েছি । আমরা এই কোর্সের জন্য পাঠ্য বই বেছে নিয়েছি এবং একটি পরিকল্পনাও তৈরী করেছি । পেইচিংয়ের চীনা নারী ইন্সটিটিউটের সেচ্ছাসেবক ছাত্রছাত্রীরা এসে বৃদ্ধবৃদ্ধাদের ইংরেজী ভাষা শিখান । এ ছাড়া পেইচিংয়ে অবস্থানরত বিদেশী বন্ধুরাও সেচ্ছায় কোর্সে আসেন । তারা এ কোর্সের বয়োবৃদ্ধ ছাত্রছাত্রীদের উচ্চারণ ঠিক করে দেন এবং ক্লাস নেন ।

    আমাদের সংবাদদাতা এই কোর্সের ক্লাসরুমে গেলেন । তিনি দেখেছেন ছাত্রছাত্রীরা এক বিদেশী শিক্ষকের সাহায্যে এ নতুন পাঠ গ্রহণ করছেন । ক্লাসরুমে বসা ছাত্রছাত্রীরা সব পক্ককেশের বৃদ্ধবৃদ্ধা । তারা চশমা পড়েই শুধু বইয়ের অক্ষরগুলো দেখতে পারেন । তবুও তারা অধ্যবসায়ের সঙ্গে শিক্ষকের সাথে সাথে পাঠ করছেন এবং খাতায় কিছু লিখছেন । জানা গেছে , এই কোর্সের ছাত্র সংখ্যা ১১০জন । ছাত্রদের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধের বয়স ৮৯ বছর । তার ইংরেজী ভাষা শেখার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন , প্রথম কারণ হলো আমি ইংরেজী ভাষা শেখার মাধ্যমে কমিউনিটির বৃদ্ধবৃদ্ধাদের মধ্যে একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই , যাতে তারাও আমার মতো শিখতে পারেন । আরেকটি কারণ হলো আমি ওলিম্পিক গেমসের জন্য কিছু করতে চাই । আমি জানি , আমার এ বয়সে আমি ওলিম্পিক গেমসের সেচ্ছাসেবক হওয়ার সুযোগ পাবো না , তবে আমি যদি ইংরেজী ভাষায় কথা বলতে পারি , তাহলে আমি বিদেশী বন্ধুদের সাহায্য করতে পারবো এবং তাদেরকে চীনের সংস্কৃতি সম্পর্কে কিছু বলতে পারবো ।

    এই ইংরেজী কোর্সের বৃদ্ধবৃদ্ধারা সবাই ওলিম্পিক গেমসের জন্য ইংরেজী ভাষা শিখছেন । তারা আশা করেন ওলিম্পিক গেমস চলাকালে নিজের সাধ্যমত কিছু করতে পারবেন । সত্তর বছর বয়সের কেন সু ছিন বলেছেন আমি গত বছরের জুলাই মাস থেকে ইংরেজী ভাষা শিখতে শুরু করেছি । রাজধানী পেইচিংয়ে বিশ্ব ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হচ্ছে বলে আমি গর্ববোধ করি । যদিও আমার বয়স বেশি হয়েছে এবং ইংরেজী খুব অল্প বলতে পারি , তবুও আমি ওলিম্পিক গেমসের জন্য কিছু করতে চাই । আমি এই শিক্ষাকোর্ষ থেকে আনন্দও পেয়েছি ।

    আরো আনন্দের ব্যাপার হলো বৃদ্ধা কেন সু ছিন চীন আন্তর্জাতিক বেতারের একজন অনুগত শ্রোতা । ইংরেজী শেখার জন্য তিনি দীর্ঘ দিন সি আর আইয়ের ইংরেজী অনুষ্ঠান শুনে আসছেন । যদিও অনুষ্ঠানগুলো তিনি পুরোপুরি বুঝতে পারেন না , তবে তিনি সোত্সাহে শুনতে থাকেন । এ কোর্সের বৃদ্ধবৃদ্ধারা আমাদের সংবাদদাতাকে বলেছেন , ইংরেজী ভাষা শেখার জন্য তারা অনেক বই ও সি ডি কিনেছেন । ক্লাসের পর তারা বাড়ীতে বই পড়েন এবং নাতী-নাত্নীর সঙ্গে ইংরেজীতে কথা বলার চেষ্টা করেন । তখন তাদের মাধ্যমিক স্কুল বা বিশ্ববিদ্যালয়ে পড়া নাতীনাত্নী তাঁদের শিক্ষক । ইংরেজী ভাষা শেখা বৃদ্ধবৃদ্ধার জীবন সমৃদ্ধ করেছে । তারা এ থেকে অপরিসীম আনন্দ পেয়েছেন ।