চীনের বেসামরিক মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি লি কুও ১৩ মার্চ পেইচিংয়ে বলেছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রামাঞ্চলের ন্যূণতম আয় ব্যবস্থা সংক্রান্ত অবস্থা খুব সম্ভবত নির্ধারণ করা হবে ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক সম্মেলনের পর এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন, চীনের বিভিন্ন অঞ্চলের অর্থনীতির উন্নয়ন এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী যুক্তিযুক্তভাবে নিম্নতম আয়ের মানদন্ড, অঞ্চল ও ব্যক্তিকে নির্ধারণ করা হবে । এর পাশাপাশি পুঁজি সংগ্রহের উত্স্য নির্ধারণ করা এবং পুঁজি সংরক্ষণ ব্যবস্থাও প্রতিষ্ঠ করা উচিত । গ্রামাঞ্চলের নিম্নতম পুঁজির তত্ত্বাবধান ও প্রশাসনিক কাজও জোরদার করা হবে ।
|