বাংলাদেশের রাজশাহী জেলার শ্রোতা মো: আব্দুর রাজ্জাক তাঁর চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের প্রচারিত অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি আপনাদের সঙ্গে যোগযোগ করতে ইচ্ছুক কিন্তু পারতাম না।এর পর আমি জেনে ফেলেছি যে আমার একজন নিকটতম বন্ধু অনেক দিন ধরে আপনাদের কাছে চিঠি লিখে পাঠায় এবং আপনাদের কাছ থেকে ফেরতখামও নিয়মিত পেয়ে থাকে। তার কাছে আপনাদের ফেরতখাম আছে। আমি তার কাছ থেকে একটি ফেরতখাম নিয়ে চিঠি লিখলাম । আমার চিঠি আপনারা পেয়েছেন কি না জানি না। এখানে আমি বলতে চাই যে, আপনাদের প্রচারিত বাংলা অনুষ্ঠান আমার কাছে অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ।আমার আশা হল, আপনাদের অনুষ্ঠান দিন দিন উন্নত হবে। সি আর আইএর বাংলা বিভাগ আমাদের জন্যে আরও সুন্দর অনুষ্ঠান পরিবেশন করবে। শ্রোতা বন্ধু ধন্যাবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত শোনার জন্য। ভবিষ্যতে আপনিও আমাদের কাছ থেকে ফেরত খাম পাবেন। আশা করি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। চীন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আমাদের বাংলা অনুষ্ঠাননিয়ে কোন পরামর্শ ও মতামত থাকলে আপনার চিঠির মাধ্যমে আমাদের জানাবেন।
বাংলাদেশের জামালপুর জেলার শ্রোতা মো: আব্দুল্লাহেল হাদী তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । আপনাদের অনুষ্ঠান শুনতে আমার খুব ভাল লাগে। আমি আপনাদের আয়োজিত প্রত্যেক বারের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেই। গত বারের তাইওয়ান দ্বীপ সর্ম্পকে জ্ঞান যাচাই প্রতিযোগিতায় আমি তৃতীয় পুরুস্কার পেয়েছি। পুরস্কারটি পেয়ে সত্যিই আমি আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলাম। কারণ এটাই যে, আমার জীবনে চীন থেকে প্রথম পুরস্কার। আশা করি, ভবিষ্যতে কোন প্রতিযোগিতায় আমি আবার পুরস্কার পাবো। আপনারা যে নতুন সূচি তৈরী করেছেন তা অবশ্যই পাঠাবেন। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আব্দুল্লহেল হাদী ভাই, ধন্যবাদ আমাদের অনুষ্ঠান মন দিয়ে শোনার জন্য। আপনি আমাদের একজন পুরাতন শ্রোতা। আমরা নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আমরা লক্ষ্য করেছি, আপনি আমাদের আয়োজিত জ্ঞান যাচাই প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশ নেন। গত বার আপনি তৃতীয় পুরস্কার পেয়েছেন বলে আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি , নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। সক্রিয়ভাবে আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারন আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব।
সিরাজগঞ্জজেলার শ্রোতা জাকারিয়া হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। দীর্ঘকাল ধরে আমি আপনাদের বাংলা অনুষ্ঠান শুনে এসেছি। আপনাদের অনুষ্ঠান আমার ভাল লাগে। আমি চীনকে জানতে খুব আগ্রহী। আশা করি সি আর আই-এর বাংলা অনুষ্ঠানের মাধ্যমে চীন সম্পর্কে বেশ জানতে পারবো। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় অনুষ্ঠান হল, " এস চীনা ভাষা শিখি" " মিতালী" "মুখোমুখি" এবং " চলুন ঘুরে বেড়িয়ে আসি" । আশা করি , ভবিষ্যতে আপনাদের অনুষ্ঠান আরও উন্নত হবে। ধন্যবাদ আমাদের অনুষ্ঠান শোনারা জন্য। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছি। গত বছরের জুলাই মাস থেকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু কিছুটা পরিবর্তিত হয়েছে। এক কথায় শ্রোতাদের চাহিদা পূরণের জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো। আশা করি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। আপনাদের ভাল ভাল পরার্মশ অনুযায়ী আমরা আমাদের অনুষ্ঠানের সংস্কার করবো।
জামালপুর জেলার শ্রোতা মিস: শিউলী তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আইএর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আমি একজন দশম শ্রেণীর ছাত্রী। তিন বছর আগে অর্থাত যখন আমি সপ্তম শ্রেণীতে পড়াশুনা করি তখন আমি সি আর আই -এর বাংলা অনুষ্ঠান শুনতে শুরু করি। আপনাদের প্রচারিত অনুষ্ঠানগুলো শুনতে আমার খুব ভাল লাগে। অনুষ্ঠানগুলোর মধ্যে মুখোমুখি, মিতালী, আমার কাছে সবচেয়ে ভাল লাগে। আপনাদের প্রচারিত অনুষ্ঠানের মাধ্যমে আমি চীন আর সি আর আই সম্পর্কে অনেক কিছু জেনে ফেলেছি। আশা করি আপনাদের অনুষ্ঠান দিন দিন উন্নত হবে। শ্রোতা বন্ধু ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য । গত দু'বছরের মধ্যে আমাদের অনুষ্ঠানে অনেক পরিবর্তন ঘটেছে। আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছি এসেছি। আশা করি নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত ও প্রস্তাব থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ আমাদের অনুষ্ঠান উন্নত করার জন্য শ্রোতাদের ভাল ভাল পরার্মশ খুব দরকার।
ফরিদপুর জেলার শ্রোতা এম, এস গোলাম সারোয়ার তাঁর চিঠিতে লিখেছেন, মিতালী অনুষ্ঠান আমার অত্যন্ত প্রিয় বাংলা অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে আমি খুব পছন্দ করি। মিতালী অনুষ্ঠান চালু হওয়ার পর থেকে এ পযর্ন্ত একটি মিতালীও শোনা বাদ পড়েনি। আমি বিশেষ করে মিতালী অনুষ্ঠানকে অত্যন্ত গুরুত্ব দেই এবং নিয়মিত শুনি। আপনাদের পাঠানো আমি তুমি সে প্রত্রিকা তৃতীয় সংখ্যা -২০০৬ পেয়েছি। আমাকে অনেকগুলো আমি তুমি সে পত্রিকা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ। ২০০৬ সালের তৃতীয় সংখ্যা পত্রিকা আমি সমস্ত পড়েছি। চীন আন্তর্জাতিক বেতারের ইতিহাস আমাকে চমতকৃত করেছে। আজকের সি আর আই অনেক চড়াই উতরাই পেরিয়ে শ্রোতাদের প্রিয় বেতারে পরিণত হয়েছে। এ ছাড়া আরো অনেক তথ্য জেনেছি। যা সি আর আই সম্বন্ধে আমার অজানা ছিল। এ সংখ্যার বিশেষ আকর্ষণ ছিল অনেকগুলো। তার মধ্যে শেষ পৃষ্ঠার বিদায়ী শুভেচ্ছা কলাম আমার দৃষ্টি আকর্ষন করে। ভারতের শ্রোতা রবিশংকর বসু মহিউদ্দীন তাহেব সম্পর্কে যথাযথই বলেছেন। আমি বার বার রবি সুর লেখাটা পড়েছি। রবিদার কথা অনেকটা আমার মনের কথা। তাহের ভাইয়ের বিদায়ী শুভেচ্ছা পাঠ করে অনেক খানি বেদনা বোধ করেছি। আমি তাঁকে প্রচুর মনে করি। এখনো চাওয়া পাওয়ায় তাহের ভাইয়ের মধুর কন্ঠে শুনতে পাই। বন্ধু, আপনি তো আমাদের অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। প্রত্যেক মাসে আপনার চিঠি পেয়ে থাকি। আপনার চিঠিতে আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্যে অনেক প্রস্তাব ও পরামর্শ দেওয়া হয়েছে। আশা করি , আগের মত ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠান শুনবেন। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ শ্রোতাদের পরামর্শ আমাদের অনুষ্ঠান উন্নয়নের খুব প্রয়োজন।
চীনের জাতীয় গণ কংগ্রেসের এবং চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশন পেইচিংএ চলছে। আমাদের অনুষ্ঠানে প্রত্যেক দিন এ দু'টো অধিবেশন সম্পর্কে খবর ও প্রতিবেদন প্রচারিত হয়। আশা করি আপনারা এ দুটো অধিবেশনের দিকে মনোযোগ দেবেন। কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন।
|