v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-13 15:03:18    
হুয়াং পিনইউয়ানের নতুন এলবাম 'ভালোবাসা, আমার ভালোবাসা'

cri

    তাইওয়ানের শিল্পী হুয়াং পিনইউয়ান বিশেষ আকর্ষণশক্তি ও প্রেমের গানে চীনা ভাষা সঙ্গীত ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। ১৯৯০ সালে তিনি তার প্রথম এলবাম 'ভালোবাসা জীবনের সহায়ক'-এর প্রকাশ করা থেকে এ পর্যন্ত, যতগুলো গান তিনি গেয়েছেন, সে সব গান অনুরাগীদের সন্দেহাতীতভাবে পছন্দ পেয়েছে। ২০০৬ সালের আগস্ট মাসে, হুয়াং পিনইউয়ান প্রেমের এলবাম 'ভালোবাসা, আমার ভালোবাসা' প্রকাশ করেছেন। তার কিছু ভারী কণ্ঠের সারল্যতায়ভরা সুরেলা গান। অনুরাগীদের মুগ্ধ করেছে। আজকের অনুষ্ঠানে আমি এ শিল্পীর জীবন সম্পর্কিত কিছু কথা বলবো ও তার নতুন এলবামের কয়েকটি গান শোনাবো।

    (সঙ্গীত-১)

 

     বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তা এলবামের একটি রক স্টাইলের গান 'ভালোবাসা করতে চাও, দেরী করো না, চটপট করা'। গানের কথা হলঃ আ

মার মনে এখন আর কিছুই নেই। দিন কেটে গেলে, আর দিন আসে না। সম্ভবত আমি আর তোমার কথা ভাববো না। তুমি আমার সঙ্গে মন নিয়ে খেলা করো না। আমি তা সহ্য করতে পারি না। যদি তুমি আমাকে সত্যিই ভালোবাসো। তাহলে অপেক্ষা করো। অপেক্ষা করো ততদিন যতদিনে না তোমার ভেতর আমার জন্য ভালোবাসার অনুভূতি জানে। যদি ভালোবাসো, তাহলে বন্ধু তাড়াতাড়ি করো। আমি তো অপেক্ষায় সেই করে থেকে।

     নতুন এলবাম 'ভালোবাসা, আমার ভালোবাসা' হুয়াং পিনইউয়ানের প্রেমের গানের অহংকারে পরিণত হয়েছে। 'ভালোবাসা করতে চাও, দেরী করো না, চটপট করা', 'সেইদিন কত দূর' এবং 'কেন তুমি আমাকে ছেড়ে চল গেছো' এ সব গানের নাম দেখেই বোঝা যায়, তা তার জীবনের অন্তস্থলের নিটোল ভালোবাসা থেকেই এসেছে। এর পাশা পাশি, গানের সুরও কিন্তু খুব সুন্দর। হুয়াং পিনইউয়ানের কণ্ঠে রয়েছে বিনয়, গেলে মনে হয় হালকা মেঘের ওপর ভেসে বেড়চ্ছে। আসুন না, তাহলে শোনা যাক এলবামের প্রধান গান 'সেইদিন কত দূর'।

    (সংগীত-২)

    আমি একা নিঃসঙ্গ পথে চলছি। দেখেছি প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন। অনুভব করেছি আমি কোথায়? শরতকালের সর্বশেষ দিনটিও যেন ভালোবাসার মতই দৃরে চলে গেছে। কিন্তু আমিতো অনুভূতির দরজাটা বন্ধ করতে পারি না। তুমি বলেছিলে চিরদিন, কিন্তু তা কত দূর। প্রতিশ্রুতিও কি পরিবর্তিত হয় যায়। হাঁ বন্ধু। সদিচ্ছা আল্লাহ কেও মুগ্ধ করতে পারে। কেন ভালোবাসা প্রথম। ঠিক প্রথম ভালোবাসার মতই। যেন হৃদয় অন্তঃপুরিতে রেখে দেয়া? তুমিইতো বলেছে চিরদিন। কিন্তু তা কত দূর। তোমাকে ভালোবাসার অভ্যাস আমার বদলাবেনা। আমার অনুভূতির ভেতর থেকে যাবে তুমি চিরকাল।

    জীবনের হয়তো সীমা পরিসীমা আছে। কিন্তু একজনকে ভালোবাসার কোন সীমা নেই সে তো চিরদিনের অনন্তকালের সঙ্গী। এটা হচ্ছে প্রেমে পড়া একজন মানুষের কথা। এ গানের কথা যা হুয়াং পিনইউয়ানের কণ্ঠ মুগ্ধকর উঠেছে স্বতস্ফুর্তভাবেই।

    নতুন এলবাম 'ভালোবাসা, আমার ভালোবাসা'-য় ১০টি গানেই ভালোবাসার বিভিন্ন দিক সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুন্দরভাবে। এর মধ্যে ৬টি হচ্ছে হুয়াং পিনইউয়ানের নিজের লেখাও সুরের গান। প্রেমে পড়া যুবকের হৃদয়ের কথা বর্ণনা করা ছাড়াও তিনি যুবকের মনের আকুতিও তুলে ধরেছেন স্বচ্ছভাবে। এখন শুনুন তার অন্য আর একটি গান 'নিঃসঙ্গ প্রেমের সমুদ্র'।

    (সংগীত-৩)

    গানের কথা হলঃ যদিও মাত্র এক দিন আগে 'তোমাকে ভালোবাসি' কথাটা বলেছি। হয়তো তোমার হৃদয়ে তা ছুঁয়ে যেতে পারে নি। হয়তোবা ঘৃণা অথবা শুভেচ্ছা আমি তাতো জানি না। মাঝে মাঝে মনে হয় তোমার কথা আর ভাববো না। কিন্তু তা তো পারি না। আমার খুব কষ্ট হয়। আমার প্রেমের বৃষ্টি যেন দু'চোখে ঝরে। আমাকে কিছু সময় দেবে গো। আমি তো শুধু তোমাকেই ভালোবাসবো।

    প্রিয় শ্রোতাবন্ধুরা, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবার আমরা এক সঙ্গে হুয়াং পিনইউয়ানের এলবামের শিরোনামের গান 'ভালোবাসা, আমার ভালোবাসা' শুনবো। বন্ধুরা, আর এন্ড বি স্টাইলের এই গানও কিন্তু আপনাদের ভালো লাগবে।