২০০৬ সালে বিশ্বের টেলিযোগাযোগ মেলা চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে অনুষ্ঠিত হয়েছিলো। বিশ্বের সর্বোচ্চ তথ্য টেলিযোগাযোগ প্রযুক্তি ও সাজ-সরঞ্জাম সংক্রান্ত প্রদর্শনী হিসেবে, এবারের বিশ্ব টেলিযোগাযোগ মেলা প্রথমবারের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ লীগের দফতর----সুইজারল্যান্ডের জেনিভার বাইরের একটি দেশে অনুষ্ঠিত হলো। এবারের মেলায় তার মোট স্থান ও অংশগ্রহণকারীদের সংখ্যা পূর্ববর্তী সকল রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ রেকর্ড সৃষ্টি করেছে। এর পাশাপাশি, চীনের সর্বশেষ তথ্য টেলিযোগাযোগ প্রযুক্তিসহ বিশেষ করে 'তিন জি' ভ্রাম্যমান টেলিযোগাযোগ প্রযুক্তিগত পণ্যগুলো এবারের মেলায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে।
মেলায় চীনের তা থাং টেলিযোগাযোগ বৈজ্ঞানিক শিল্প বিষয়ক কোম্পানি নিজের " টি.ডি-এস.সি.ডি.এম.এই" প্রযুক্তির সর্বশেষ সাফল্য তুলে ধরেছে । এতে মেলা পরিদর্শনকারীরা মেলাস্থলের মাধ্যমে নিজস্বভাবে " টি.ডি-এস.সি.ডি.এম.এই"-এর মোবাইলফোনের বিষয়টিকে অনুভব করতে পেয়েছেন । ফলে এ মোবাইলফোনে টেলিভিশন অনুষ্ঠান উপভোগ এবং টেলিফোন করার সময় পরস্পরকে দেখতে পারে না । তা থাং কোম্পানির প্রধান জেন ছাই চি এবারের মেলায় অবহিত করেন যে, " 'টি.ডি-এস.সি.ডি.এম.এই' বর্তমানে আধুনিক অদ্বিতীয় প্রযুক্তি অর্জনে সক্ষম হয়েছে । এর ফলে ব্যবসাকারী শিল্পপ্রতিষ্ঠানের তথ্যাদি পাঠানোর বিষয়টির সঙ্গে খুবই সঙ্গতিপূর্ণ হয়েছে। আমাদের লক্ষ হলো ক্রেতাদের কাছে উত্পাদনের গুণ গতমান বেশি ভাল, দাম বেশি সস্তা এবং বিষয়টির বেশি সমৃদ্ধ এমন ধরণের টেলিযোগাযোগ পরিসেবা করা । চীনের 'টি.ডি-এস.সি.ডি.এম.এই' প্রযুক্তির সাফল্য অর্জিত হয়েছে বলে 'তিন জি' শিল্পকেও বিশ্বের উন্নয়নের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।"
আধুনিক প্রযুক্তির ব্যাপক ব্যবহার হলে তার বাস্তব মূল্য প্রমাণিত হতে পারে। চীনের সর্বোচ্চ ভ্রাম্যমান টেলিযোগাযোগ ব্যবসাকারী----চীনের মোবাইল টেলিযোগাযোগ কোম্পানির উপপ্রধান লি ইউয়ে সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ভবিষ্যতে চীনা মোবাইলফোন ব্যবহারকারীরা আরও বেশি উপযুক্ত টেলিযোগাযোগ পরিসেবায় লাভবান হবে। তিনি বলেন " মোবাইলফোনের বহুল ব্যবহারয়ন দিক থেকে বুঝা যায় যে, আমাদের জীবন যাপনে মোবাইলফোনের উচিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। মানুষের স্বরূপ চিহ্নিত করা, ইন্টারনেটে আয়ের খরচ বহন করা এমন কি হঠাত্ ঘটে যাওয়া দুর্ঘটনায় সময় আমরা সহজভাবে মোবাইলফোন দিয়ে সমস্যাগুলোর সমাধান করে থাকি । মোবাইল শিল্প সংক্রান্ত পরিসেবার উন্নয়নে তার ভবিষ্যতের সুপ্ত শক্তি সত্যি বিরাট হওয়ার সম্ভাবনা রয়েছে।"
তিনি আরো বলেছেন, এসব লক্ষ বাস্তবায়নের জন্য চীনের ভ্রাম্যমাণ টেলিযোগাযোগ কোম্পানি অব্যাহতভাবে ইন্টারনেট গঠন কাজ জোরদার করবে। যাতে টেলিযোগাযোগ ক্ষেত্রের মাত্রাকে উন্নত করা যায়। এর পাশা পাশি বর্ধিত পরিসেবা বিষয়ের ব্যবসাকারীদের সঙ্গে সহযোগিতা করায় ব্যবহারকারীদের কাছে বৈচিত্র্যময় তথ্যপূর্ণ টেলিযোগাযোগ পরিসেবা দেবে।
এবারের মেলায় অংশগ্রহণকারী চুং সিং টেলিযোগাযোগ লিমিটেড কোম্পানি হলো আন্তর্জাতিক ব্যবসাকারীদের কাছে পূর্ণাঙ্গ সেট ' আই.ফি.টি.ভি' সংক্রান্ত সমাধানের প্রস্তাবকে এনে দেয়া প্রথম চীনা শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানির ইন্টারনেট বিষয়ক কেন্দ্রের উপপ্রধান হুয়াং তা বিন সংবাদ-মাধ্যমে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, চুং সিং টেলিযোগাযোগ লিমিটেড কোম্পানি ' আই.ফি.টি.ভি' সংক্রান্ত ক্ষেত্রের অর্জিত সাফল্য টেলিভিশন ক্ষেত্রের আওতা ছাড়িয়ে গেছে। তিনি বলেন:" এ ক্ষেত্রে আমরা আওয়াজ, ইন্টারনেটের ভিডিও গেমস এবং পরস্পরের ইন্টারনেট বিষয়ক পরিসেবাসহ সব বিষয়েই সম্মিলিতভাবে কাজ করতে পারি । এর ওপর, ' আই.ফি.টি.ভি' সংক্রান্ত ক্ষেত্রে শুধু এমনি 'টি.ভি' প্রস্তাব দেয়ার বিষয় নয়, বরং একটি সত্যিকার মাল্টিমিডিয়া এবং সব কিছুর পরিসেবা বিষয়ের সমাধানের প্রস্তাব দাখিল করেছি।"
এবারের বিশ্ব টেলিযোগাযোগ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চীনের জাতীয় গণকংগ্রেসের চেয়ারম্যান উ পাং কুও বলেছেন:"চীন সরকার অব্যাহতভাবে চীনা তথ্য টেলিযোগাযোগ শিল্পের উন্নয়নে পুঁজি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ করবে। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের গুরুত্ব অনুযায়ী দ্রুতভাবে একটি প্রযুক্তিগত সৃজনশীল সিস্টেম প্রতিষ্ঠা করা যায়।"
|