চীনের বাণিজ্য মন্ত্রী বো সি লাই ১২ মার্চ পেইচিংয়ে বলেছেন, চীন মনে করে, বাণিজ্য ক্ষেত্রের ঘাত-প্রতিঘাত মোকাবিলার প্রথম ব্যবস্থাহচ্ছে পরামর্শ।
এদিন চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের এক সংবাদ সম্মেলনে বো সি লাই বলেছেন, চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রবেশ থেকে বাণিজ্যিক তত্পরতা খুব বেশি। চীন ও কিছু বাণিজ্যিক বন্ধু রাষ্ট্রের ( বিশেষ করে ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের) মধ্যে বাণিজ্যিক বিবাদ কিছু বেড়েছে। মোটের উপর ইউরোপ , মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য প্রধান বাণিজ্যিক বন্ধু দেশ চীনের সঙ্গে বাণিজ্যিক বিবাদ পরামর্শের মাধ্যমে মোকাবিলা করতে ইচ্ছুক। চীন তার প্রশংসা করেছে। তবে চীনের গাড়ি ও খুচরা যন্ত্রাংশ আমদানি ক্ষেত্রের বিধান নিয়ে সংশ্লিষ্ট পক্ষের বিবাদ চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় উপস্থাপন করবে। চীন এ বিবাদ সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করেছে।
|