v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-12 20:33:44    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৩/১২

cri
  চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির নিয়মিত বার্ষিক অধিবেশন এখন পেইচিংয়ে চলছে। এ উপলক্ষে আমাদের সংবাদদাতা রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্য উ চিন ইনের সাক্ষাত্কার নিয়েছেন। উ চিন ইন মনেপ্রাণে কৃষকদের কল্যাণের জন্যে নিরলসভাবে প্রচেষ্টা চালিয়েছেন। তাঁর পরিচালনায় থাং চুয়াং নগরের পাহাড়ী এলাকার কৃষকরা কঠোর পরিশ্রম করে জমির সংস্কার করে অনাবাদী জমিকে উর্বর জমিতে পরিণত করেছেন। তার জন্যে স্থানীয় কৃষকরা তার প্রশংসায় পঞ্চমুখ। ১৪ মার্চ সমাজ দর্পন আসলে শি চিং উ উ চিন ইনের কাহিনী আপনাদের বলবেন।

  চীনের শান সি প্রদেশের ইয়ুন ছেং শহরের ইয়ান হু এলাকার ছাও ইয়ুন গ্রামে পল্লী চিকিত্সক ওয়াং লিয়ান চুই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছেন। সবাই তাকে গ্রামবাসীদের স্বাস্থ্য রক্ষাকারী দেবী বলে অভিহিত করে থাকেন। চিকিত্সক ওয়াংয়ের চিকিত্সার নীতি হলোঃ ওষুধ দিয়ে রোগীদের আরোগ্য করতে পারলে তিনি তাদের ইন্জেকশন দেন না। ইন্জেকশন দিলে রোগীদের আরোগ্য করতে পারলে তিনি তাদের স্যালাইন পুশ করেন না। তাই এ গ্রামের লোকেরা বলেন, আমাদের গ্রামে চিকিত্সা নিলে কোনো অসুবিধা থাকবে না এবং চিকিত্সা ফিও বেশি লাগবে না। ১৬ মার্চ সেই গ্রাম এই জীবন আসরে শি চিং উ গ্রামবাসীদের স্বাস্থ্য রক্ষাকারী ওয়াং লিয়ান চুইয়ের কাহিনী আপনাদের বলবেন।

  তিব্বতী কৌতুকপূর্ণ সংলাপ এমন এক ধরনের অপেরা, যার মাধ্যমে হান জাতির কৌতুকপূর্ণ সংলাপ ও তিব্বতের প্রাচীন কলাকৌশলের সমন্বয় ঘটেছে। সুনাম সেরিং হচ্ছেন তিব্বতী জাতির এমন একজন প্রথম শিল্পী, যিনি তিব্বতী ভাষায় অপেরা ও নাটক রচনা করেন। তা ছাড়া তিনি তিব্বতী শিল্পকলার গবেষণা কাজেও খুব পারদর্শী। তিনি তিব্বতের অপেরা সম্পর্কিত পরিচিতি নামে একটি বইও রচনা করেছেন। এতে তিব্বতের সমৃদ্ধ অপেরা ও সংস্কৃতির ক্ষেত্রে অভিজ্ঞতা সারসংকলন করা হয়েছে। ১৭ মার্চ ওরা অনন্য আসরে থান ইয়াও খাং তিব্বতের এই প্রসিদ্ধ শিল্পী সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

  তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।