হংকং হৃদরোগ বিষয়ক গবেষণা কেন্দ্র গণ ব্যবহার্য স্থানে হৃদপিন্ডের স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধার যন্ত্র অর্থাত্ এইডি বসানোর একটি প্রস্তাব দিয়েছে । ১১ মার্চ লান কুই ফোং নামে হংকংয়ের একটি প্রসিদ্ধ বার স্ট্রীটে এইডি বসানো হয়েছে ।
জানা গেছে , হৃদরোগে আক্রান্ত হওয়ার সময় চিকিত্সার কাজ এক মিনিট দেরী হলে মানুষকে বাঁচানোর সম্ভাবনা ১০ শতাংশ হ্রাস পায় । হাসপাতালের বাইরে রোগীকে বাঁচানোর সম্ভাবনা শুধু ১ থেকে ৩ শতাংশ । খবরে প্রকাশ , এইডি খুবই কার্যকর । বর্তমানে রেল স্টেশন , হোটেল ও বিমান বন্দরসহ হংকংয়ের বহু জায়গায় এইডি বসানো হয়েছে ।
|