সিরিয়ার প্রেসিডেন্ট বাশার ১১ মার্চ দামাস্কাস সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোঃ নাজারের সঙ্গে সাক্ষাতের সময় জোর দিয়ে বলেছেন , দুই দেশকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে হবে ।
সাক্ষাতের পর নাজার সংবাদমাধ্যমকে বলেছেন , মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বাস্তবায়নে বাশার সিরিয়া ও ইরানের ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং বলেছেন , দুদেশকে অভ্যাহতভাবে সহযোগিতা ও সমন্বয় জোরদার করতে হবে । নাজার বলেছেন , প্রতিরক্ষা ক্ষেত্রেসিরিয়া ও ইরানের সহযোগিতা জোরদার করা মিলিতভাবে বৈরী শক্তির হুমকী মোকাবেলার ক্ষেত্রে সহায়ক হবে ।
খবরে প্রকাশ , সাক্ষাতের সময় বাশার ও নাজার মধ্যপ্রাচ্যেরধারাবাহিক ঘটনা পর্যালোচনা করেছেন এবং দুদেশের সামরিক সহযোগিতার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন ।
|