চীনের বাণিজ্যমন্ত্রী পো সিলাই ১২ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক স্বার্থ-সম্পর্ক সমান ।
চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনের এক সংবাদ সম্মেলনে পো সিলাই এ কথা বলেছেন । তিনি উল্লেখ করেছেন , গত বছর চীনে যুক্তরাষ্ট্রের অর্থবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের উত্পন্নপন্যদ্রব্যের মোট বিক্রয়মূল্য, চীন থেকে অন্য দেশে রপ্তানি করা দ্রব্যমূল্য এবং যুক্তরাষ্ট্রের পরিসেবার বাণিজ্যের বাড়তির সঙ্গে মালামাল বাণিজ্যের ঘাতটি তুলনা করলে এই চিত্র পাওয়া যায় ।
পো সিলাই বলেছেন , মার্কিনকংগ্রেসের কয়েকজন সদস্য উল্লেখ করেছিলেন , মুদ্রা বিনিময় নীতিতে যদি চীনের কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন না হয় তা হলে তারা চীনের সব রপ্তানি পণ্যদ্রব্যের উপর আরও ২৭.৫ শতাংশ শুল্ক আরোপ করবে । এটা বিশ্ববাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে একেবারে সঙ্গতিপূর্ণ নয় । যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তাহলে চীন ও মার্কিন বাণিজ্যের উপর এটা প্রতিকুল প্রভাব ফেলবে। এই নীতি চালু হলে এটা হবে শুধু রক্ষণশীলবাণিজ্য নয় বরং আধিপত্যবাদী বাণিজ্যও ।
|