চীনের উপ কৃষিমন্ত্রী উই ছাওআন ১২ মার্চ বলেছেন , চীন সক্রিয়ভাবে পুনরুত্পাদিত সম্পদের উন্নয়ন ও ব্যবহার ত্বরান্বিত করছে এবং সৌর শক্তির ব্যবহার ও ক্ষুদ্র মিথেন গ্যাস চালিত বিদ্যুত সম্পদের উন্নয়ন ও ব্যবহারের মাধ্যমে পশ্চিম চীনের গ্রামাঞ্চলের পরিবেশ রক্ষা করবে ।
পেইচিংয়ে আয়োজিত "নতুন গ্রাম ও পুনরুত্পাদন সম্পদ" শিরোনামে আন্তর্জাতিক সেমিনারে উই ছাওআন বলেছেন , চীন সরকার পুনরুত্পাদন করা যায় এমন সম্পদের উন্নয়ন ও ব্যবহারকে গুরুত্ব দেয় এবং সক্রিয়ভাবে গ্রামাঞ্চলের পরিস্কার জ্বালানী সম্পদের উন্নয়ন করে । গত বছর কেন্দ্রীয় সরকার গ্রামাঞ্চলে মিথেন গ্যাস চালিত বিদ্যুত কেন্দ্রনির্মাণে ২৫০ কোটি রেনমিনপি বরাদ্দ করেছে । এর মধ্যে মোট অর্থবিনিয়োগের ৫০ শতাংশ মধ্য ও পশ্চিম চীনের নির্মাণ কাজে লাগানো হয়েছে ।
তিনি বলেছেন , ২০০৩ সালে নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় চীন সরকার পশ্চিম চীনের গ্রামাঞ্চলের পুনরুত্পাদন করা যায় এমন সম্পদের উন্নয়ন ও ব্যবহার" শিরোনামে প্রকল্প চালু করে । দুপক্ষ প্রকল্পটিতে ৮ কোটি ৪০ লাখ রেনমিনপি বিনিযোগ করেছে । পশ্চিম চীনের গ্রামাঞ্চলের আংশিক দরিদ্র গ্রামীণ প্রাথমিক স্কুলে সৌর শক্তির গোসলখানা প্রতিষ্ঠা করেছে । ফলে সেখানকার স্কুলের অবস্থা উন্নত হয়েছে ।
|