v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-12 15:12:03    
গেল সপ্তাহ---২০০৭/৩/১২

cri
** বাংলাদেশের পত্রপত্রিকার ৯ মার্চের খবরে প্রকাশ, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বৃহষ্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাশিনার চলাচলের স্বাধীনতাকে সীমিত করেছে এবং তাদের বাসভবনে যে কোনো রাজনৈতিক তত্পরতা নিষিদ্ধ করেছে।

বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ ও হাই স্পীড বাহিনীকে নিয়ে গঠিত যৌথ বাহিনী বুধবার সন্ধ্যায় খালেদা জিয়া ও শেখ হাশিনার বাসভবন ঘেরাও করে ফেলে এবং খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে গ্রেফতার করে। তাকের তার মার ক্ষমতা ব্যবহার করে দেশের সম্পত্তিকে কুক্ষিগত করেছেন বলে অভিযুক্ত হয়েছেন।

** নেপালের অস্থায়ী সংসদ ৯ মার্চ এ বছরের জানুয়ারী মাসে প্রণীত অস্থায়ী সংবিধান সংশোধন সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে।

অস্থায়ী সংবিধান সংশোধনী বিলের সমর্থনে নেপালের অস্থায়ী সংসদের ৩২৯ জন সাংসদের মধ্যে ২৭৮ জন ভোট দিয়েছেন। নেপালের অস্থায়ী সংসদের চারটি বড় পার্টির সবাই বিলের পক্ষে ভোট দিয়েছে।

** তালিবান ও আল কায়েদার উপর আঘাতে পাকিস্তান যে প্রচেষ্টা চালিয়েছে পাকিস্তানস্থ মার্কিন নিযুক্ত রাষ্ট্রদূত রিএন ক্রোকের ৯ মার্চ তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাস দমনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা চালাবে।

৯ মার্চ এক টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, তালিবান এমন এক রকমের শত্রুতাকে মোকাবেলা করা সহজ নয়। সন্ত্রাস দমন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানের সঙ্গে অংশীদারী সম্পর্কে বজায় রাখতে হবে।

** প্রথমবারের মতো পাকিস্তান ও ভারতের মধ্যকার সন্ত্রাস বিরোধী কৌশল নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এই বৈঠক গত বুধবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শেষ হয়। সন্ত্রাস সংক্রান্ত তথ্য বিনিময় এবং তার বিস্তার রোধের জন্য পরস্পরকে সহযোগিতায় একমত হয়েছে নয়াদিল্লী ও ইসলামাবাদ। এই বৈঠক মেষে দুই দেশ এক যৌথ বিবৃতিতে জানায়, উভয় দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিস্তার রোধে তদন্তের স্বার্থে সম্ভাব্য সবধরনের তথ্য বিনিময় করে তা নির্মূলের চেষ্টা করা হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত যুগ্ম-সচিব বৈঠকের নেতৃত্ব দেন।

** ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা সিআইএসএফ-এর ডিরেক্টর এসআইএস আহমেদ বলেছেন, তাজমহল এবং মেট্রো রেল সন্ত্রাসীবাদীদের কাছে সবচেয়ে সহজ টার্গেট। তাই তাজমহলের জন্য একগুচ্ছ নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু হবে। এ দিকে দিল্লী মেট্রো রেলের সুরক্ষার দায়িত্ব সরকারিভাবে তুলে দেয়া হয়েছে সিআরএসএফ-এর হাতে। ডিজি জানান, কলকাতা মেট্রোর দায়িত্ব সিআইএসএফ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে ওই প্রস্তাব নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে।

** শ্রীলংকার তামিল গেরিলারা শুক্রবার পূর্বাঞ্চলে একটি বড় ধরনের সেনা অভিযান প্রতিহত করার কথা দাবি করেছে। গেরিলা নির্মূলে গোলযোগপুর্ণ জেলাগুলোতে এ অভিযান চালানো হয়। সেনা কর্তৃপক্ষ দাবি করেছে, ত্রিনকোমালি জেলায় পৃথক সংঘর্ষের পর গেরিলাদের তিনটি ঘাঁটি তারা দখল করে নিয়েছে। সেনা ও গেরিলাদের এ সংঘর্ষে পূর্বাঞ্চলীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। হাজার হাজার নাগরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

** ভারতের ঝাড়খন্ড রাজ্যে নকশালপন্থীরা লোকসভার সদস্য ও ঝড়খন্ড মুক্তি মোর্চার সাধারণ সম্পাদক সুনীল মাহাতোকে গুলি করে হত্যা করেছে। তাদের হামলায় মাহাতোর তিন দেহরক্ষী, তাঁর দলের এক নেতা ও এক স্থানীয় পঞ্চায়েত নেতা নিহত হন। গত ৪ মার্চ হিন্দু সম্প্রদায়ের বসন্তকালীন উত্সব উপলক্ষে আয়োজিত এক ফুটবল খেলা দেখার সময় এ হামলার ঘটনা ঘটে।

সুনীল মাহাতো হত্যাকাণ্ডের প্রতিবাদে ঝড়খন্ড মুক্তি মোর্চা ৫ মার্চ গোটা রাজ্যে ২৪ ঘণ্টার বন্ধ ডাকে। গোটা রাজ্যে উচ্চ সতর্কতা জারি করা হয় এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশ হত্যাকারীদের খুঁজে বের করতে ব্যাপক অভিযান শুরু করে।

** দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক মর্যাদা পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ইরান। সার্কের পর্যবেক্ষক মর্যাদা পেতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়াবিষয়ক মহাপরিচালক রাসুল ইসলামী চলতি সপ্তাহে সার্কের মহাসচিব লিয়োনপো চেনকিয়াব দর্জির কাছে একটি চিঠি দেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে এক বৈঠকে তিনি এ চিঠি হস্তান্তর করেন।

বৈঠককালে রাসুল ইসলামী বলেন, তেহরান পর্যবেক্ষক হিসেবে সার্কের সদস্যপদ পেলে দুই পক্ষই লাভবান হবে। সে ক্ষেত্রে তিনি ইরানের ভৌগোলিক ও অর্থনৈতিক অবস্থানের কথা তুলে ধরেন।

১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয় সার্ক। এর সদস্য রাষ্ট্র হচ্ছে ভুটান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এ সংস্থাটির পর্যবেক্ষক।