১১ মার্চ প্রকাশিত নিখিল চীন সবুজীকরণ কমিটির এক রিপোর্টে বলা হয়েছে , গত বছর চীনে বনাঞ্চল গড়ে তোলার সামর্থ্য পুরোপুরি সম্প্রসারিত হয়েছে । বনায়ন শিল্পের উত্পাদন মূল্য ৯০০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে ।
পরিসংখ্যান থেকে জানা গেছে , গত বছর চীনে কাঠ , কৃত্রিম কাঠ ও শুষ্ক ফলের উত্পাদন পরিমান বিপুলমাত্রায় বৃদ্ধি পেয়েছে । বনজ দ্রব্যের বাণিজ্যিক মূল্য ৪৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে । চীনে উদ্ভিদ ও ফসলের গাছ কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদনের ব্যবস্থা গড়ে তোলা হয়েছে ।
তা ছাড়া এ পর্যন্ত চীনের শহরগুলোতে সবুজীকরণের হার ৩০ শতাংশে দাঁড়িয়েছে ।
|