চীনের সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা সংস্থা-- জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বার্ষিক অধিবেশন পেইচিংয়ে অনুষ্ঠিত হচ্ছে । এ বছর বর্তমান জাতীয় গণ কংগ্রেস ও তার স্ট্যান্ডিং কমিটির কার্যমেয়াদের শেষ বছর । চেয়ার ম্যান উ পাংকো ১১ মার্চ বলেছেন , বর্তমান জাতীয় গণ কংগ্রেস নিজ কার্যমেয়াদের নানা কর্তব্য সম্পন্ন করার প্রচেষ্টা চালাবে , চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক আইন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে । তত্ত্বাবধানের কার্যকরীতা জোরদারের প্রচেষ্টা চালাবে এবং পরিপূর্ণভাবে জাতীয় গণ কংগ্রেসের ভূমিকা পালন করবে ।
১১ মার্চ বিকেলে প্রায় ৩০০০ প্রতিনিধি মহা গণ ভবনে চেয়ারম্যান উ পাংকোর কর্ম বিবরণী শুনলেন । উ পাংকো বলেছেন , নতুন বছর বর্তমান জাতীয় গণ কংগ্রেস ও তার স্ট্যান্ডিং কমিটির কার্যমেয়াদের শেষ বছর । তার কর্তব্য যেমন ভারী তেমনি দুরুহ । স্ট্যান্ডিং কমিটিকে গণ কংগ্রেসের ব্যবস্থা উন্নত করতে হবে । পার্টি ও রাষ্ট্রের কার্যের গোটা পরিস্থিতিতে অটল থেকে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং বর্তমান জাতীয় গণ কংগ্রেসের বিভিন্ন লক্ষ্য ও কর্তব্য সম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে সমাজতন্ত্র ও সুষম সমাজ গড়ে তোলার জন্য নতুন অবদান রাখতে হবে ।
জাতীয় গণ কংগ্রসের স্ট্যান্ডিং কমিটির এক গুরুত্বপূর্ণ দায়িত্ব হল আইন প্রণয়ন করা । এ বছরের আইন প্রণয়ন কাজ সম্পর্কে উ পাংকো বলেছেন , স্ট্যান্ডিং কমিটিকে অর্থনৈতিক ক্ষেত্রের আইন প্রণয়ন সম্পন্ন করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রের আইন প্রণয়নের কাজ করতে হবে । তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে , গোটা আইন প্রণয়নের প্রক্রিয়ায় বৈজ্ঞানিকভাবে ও গণতান্ত্রিকভাবে আইন প্রণয়ন করা হবে । তিনি বলেছেন , আইন প্রণয়ন কাজে আমাদের মানবতাকে গুরুত্ব দিয়ে চীনের রাষ্ট্রীয় অবস্থা ও বাস্তব অবস্থার দিকে দাঁড়িয়ে গণ লাইন অনুসরণ করতে হবে । সঠিকভাবে সংস্কার ও উন্মুক্ত দ্বার নীতি এবং সমাজতান্ত্রিক আধুনিকায়নের বাস্তব নিয়ম কাজে লাগাতে হবে এবং গভীরভাবে চীনের আর্থ-বাণিজ্যিক সমাজ উন্নয়ন পর্যায়ের বৈশিষ্ট্য উপলব্ধি করতে হবে এবং পাশাপাশি ব্যাপক জনসাধারণের মৌলিক স্বার্থ, বর্তমান পর্যায়ের জনসাধারণের অভিন্ন স্বার্থ ও ভিন্ন জন গোষ্ঠির বিশেষ স্বার্থকে গুরুত্ব দিতে হবে ।
আইন প্রণয়ন ছাড়া তত্তাবধানের কাজ জোরদার করাও উ পাংকোর কার্যবিবররণীর এক গুরুত্বপূর্ণ বিষয় । এ বছর " তত্তাবধান আইন" কার্যকরী করার প্রথম বার্ষিকী । এ বছর স্ট্যান্ডিং কমিটির তত্তাবধানের কাজ সম্পর্কে উ পাং কো বলেছেন , জাতীয় গণ কংগ্রেসের তত্তাবধান রাষ্ট্র ও জনগনের পক্ষ থেকে কার্যকরী করার এক আইনগত তত্তাবধান । জাতীয় গণ কংগ্রেসকে দায়িত্ব নিয়ে আইন অনুযায়ী কাজ করতে হবে এবং গণতান্ত্রিক কেন্দ্রীভূত ব্যবস্থায় অটল থাকতে হবে । পার্টি ও রাষ্ট্রের কাজকে গুরুত্ব দিয়ে তত্তাবধান কাজ চালাতে হবে ।
জানা গেছে , বাজেট ও অর্থনৈতিক কাজের তত্তাবধান জোরদার করা , প্রশাসনিক আইন বিধি , স্থানীয় আইন বিধি সহ নানা দলিল পর্যালোচনার কাজ জোরদার করা , গ্রামাঞ্চলের নির্মাণের ক্ষেত্রে রাষ্ট্রীয় পরিষদের চালানো গ্রামীণ নির্মাণ ও শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে তত্তাবধান জোরদার করা সহ নানা কাজ চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির এ বছরের তত্তাবধানের প্রধান কাজ হবে । তাছাড়া যে সমস্যা জনসাধারণের দৃষ্টি বেশি আকর্ষণ করে সে সব সমস্যাও জাতীয় গণ কংগ্রেসের তত্তাবধানের প্রধান বিষয়ে অন্তর্ভূক্ত ।
উ পাংকো বলেছেন , জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিংকমিটি আরও সচেতনভাবে প্রতিনিধি ও জনসাধারণের তত্তাবধান গ্রহণ করবে । প্রেস ব্রিফিং এবং সাক্ষাত্কারের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটির তত্তাবধানের কাজ প্রতিনিধিদের অবহিত করবে , সমাজের কাছে প্রকাশ করবে । যাতে প্রতিনিধিরা ভালভাবে ভুমিকা পালন করতে পারেন তার জন্য এক দিকে স্ট্যান্ডিং কমিটি প্রতিনিধি ও জনসাধারণের মধ্যে যোগাযোগের পথ সুগম করবে এবং অন্য দিকে পরিকল্পনা প্রণয়ন ও আইন কার্যকরী করার কাজে মূলস্তরের প্রতিনিধিদের মতামত সংগ্রহ করবে ।
|