১১ মার্চ চীনের পিপলস ডেইলি পত্রিকা সূত্রে জানা গেছে , চীন প্রথম বারের মতো চাঁদ এবং মঙ্গলগ্রহের অনুসন্ধান ও জরীপসহ মহাকাশ বিজ্ঞানের ভবিষ্যতের উন্নয়ন সংক্রান্ত একটি কার্যক্রম গ্রহণ করেছে ।
চীনের এই কার্যক্রমে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত চীনের মহাকাশ বিজ্ঞানের উন্নয়ন সংক্রান্ত ছ'টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।
এই ছ'টি লক্ষ্যমাত্রা অনুযায়ী , মানববাহী যানে চাঁদ অনুসন্ধান ও জরীপ প্রকল্প বাস্তবায়িত হবে, ফিরিয়ে আনা মহাকাশ বৈজ্ঞানিক পরীক্ষা উপগ্রহ উত্ক্ষেপণ করা হবে এবং চীন ও রাশিয়ার মঙ্গলগ্রহের অনুসন্ধান ও জরীপ প্রকল্প আর চীন ও ফ্রান্সের সূর্য অনুসন্ধান ও জরীপ ক্ষুদ্র উপগ্রহ উত্ক্ষেপণ পরিকল্পনায় অংশগ্রহণ করা হবে ।
|