কোসোভোর ভবিষ্যত মর্যাদা সমস্যা আলোচনা বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টি আহটিসারি ১০ মার্চ ভিয়েনায় ঘোষণা করেছেন, এক বছরব্যাপী কোসোভোর ভবিষ্যত মর্যাদা সমস্যা আলোচনা শেষ হয়েছে। আলোচনায় কোন অগ্রগতি অর্জিত হয় নি।
আহটিসারি বলেছেন, এবার আলোচনার উদ্দেশ্য ছিলো কোসোভোর ভবিষ্যত মর্যাদা সমস্যায় সার্ভিয়া ও কোসোভোর অবস্থান কাছাকাছি করা, কিন্তু পূর্বনির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয় নি।
সার্ভিয়ার প্রেসিডেন্ট বোরিস তাদিক, প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কোস্তুনিছা আলোচনায় উপস্থিত ছিলেন। তাদিক বলেছেন, আহটিসারির উত্থাপিত প্রস্তাব কোসোভোর স্বাধীনতার সম্ভাবনা সৃষ্টি করেছে। কিন্তু কোসোভোর স্বাধীনতা এ অঞ্চলের দীর্ঘকালীন অস্থিতিশীলতা সৃষ্টি করবে। কোস্তুনিছা জোর দিয়ে বলেছেন, সার্ভিয়া কোন মতে কোসোভোর স্বাধীনতার দাবি গ্রহণ করবে না।
ইউরোপীয় ইউনিয়নের সম্প্রসারণ বিষয়ক সদস্য ওলি রেহন এক বিবৃতিতে বলেছেন, নিরাপত্তা পরিষদের কাছে আহটিসারির দেয়া কোসোভোর মর্যাদা সংক্রান্ত প্রস্তাবকে ই ইউ সমর্থন করে।
|