v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-11 16:53:52    
চীন সক্রিয়ভাবে মেধাস্বত্ত রক্ষা করে উদ্ভাবনেরউন্নয়ন ত্বরান্বিত করছে

cri
    চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও তাঁর সরকারী কর্ম বিবরনীতে মেধাস্বত্ত রক্ষার কাজকে আরও জোরদার করার কথা উল্লেখ করেছেন । পেইচিংয়ে চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অদিবেশনে অংশগ্রহনকারী কয়েকজন প্রতিনিধি সংবাদদাতাকে বলেছেন , মেধাস্বত্ত রক্ষার কাজ ভালভাবে করা চীনের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । তারা আইন প্রণয়ন , আইন কার্যকরী করা, নাগরিকদের নাগরিকবোধ জোরদার করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার দিক থেকে নানা ক্ষেত্রের মেধাস্বত্ত রক্ষার কাজ উন্নয়ন ত্বরান্বিতকরার প্রস্তাব উত্থাপন করেছেন ।

    সরকারী কর্ম বিবরনীতে ওয়েন চিয়াপাও উল্লেখ করেছেন , মেধাস্বত্ব সম্পর্কিতরাষ্ট্রীয় কর্মকৌশল প্রণয়ন ও কার্যকরী করতে হবে । উদ্ভাবনে উত্সাহ দেয়ার ব্যবস্থা উন্নত করতে হবে । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , লিজেন্ড হোল্ডিং লিমিটেড কোম্পানির প্রেসিডেন্ট লিউ ছুয়ানচি চীন সরকারের কার্যক্রম সম্পর্কে উচ্চমূল্যায়ন করে বলেছেন , মেধাস্বত্ত রক্ষা চীনের উন্নয়নের পক্ষে গৃরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । সরকার , শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষ এ সম্পর্কে গভীরভাবে উপলব্ধি করেছে ।

    লিজেন্ড হোল্ডিং লিমিটেড কোম্পানি চীনের একটি বৃহত্তম কম্পিউটার শিল্পপ্রতিষ্ঠান। ২০০৬ সালের এপ্রিল মাসে শিল্পপ্রতিষ্ঠানটিযুক্তরাষ্ট্রের মাইক্রসফ্টের সঙ্গে ১২০ কোটি মার্কির ডলারের চুক্তি স্বাক্ষর করেছে । ৬ মাস পর এক বেসরকারী যুক্ত সংস্থা " চীনের শিল্পপ্রতিষ্ঠানের কপিউরাইট লীগ" পেইচিংয়ে প্রতিষ্ঠিত হয় ।  এর অন্যতম প্রতিষ্ঠাতা , সনতা গ্রুপের প্রেসিডেন্ট থাংচুন অনেক বার বলেছেন , চীনের মেধাস্বত্ব রক্ষার প্রচেষ্টার জন্যে তিনি ভবিষ্যতের প্রতি আশাবাদী । তিনি বলেছেন , মাইক্রসফ্ট হোক , সনতা হোক আমরা সবাই মেধাস্বত্ব রক্ষার কাজ থেকে উপকৃত হয়েছি । ১০ বছর আগে , বা ৫ বছর আগে অথবা ৩ বছর আগের তুলনায় গোটা চীন মেধাস্বত্ব রক্ষার ব্যাপারে যে প্রচেষ্টা চালিয়েছে তাতে আমরা সীমাহীন আশার আলো দেখেছি ।

    মাইক্রসফ্ট চীন লিমিটেড কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লিউ ফোং মিং এক সাক্ষাত্কারে মেধাস্বত্ব রক্ষার ব্যাপারে চীনের প্রচেষ্টা নিশ্চিত করেছেন । তিনি বলেছেন , বিগত কয়েক বছরে চীন মেধাস্বত্ব রক্ষা, নকল প্রকাশ দমন সম্পর্কেধারাবাহিক আইনবিধি প্রণয়ন করেছে । এই সব আইন বিধি চীনের সফ্টওয়ার শিল্পের উন্নয়নে , তার বাণিজ্যিক পরিবেশ রক্ষা এবং অর্থনৈতিক শৃঙখলার পুনর্বিন্যাস , স্থানীয় সফ্টওয়ের শিল্পের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে ।

    কিন্ত অর্থনীতির বিশ্বায়ন , হাইটেকের দ্রুত উন্নয়নের নতুন পরিস্থিতির সামনে চীনের মেধাস্বত্ব রক্ষার ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে । জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি তাই লিলি বলেছেন , এখন আমাদের কেবল আলাদা আলাদা " পেটেন্ড আইন", " মার্কা আইন" এবং " কপিউরাইট আইন" আছে । এখন আমাদের মার্কা , পেটেন্ড ও কপিউরাইট সম্পন্ন এমন একটি সার্বিক মেধাস্বত্ব রক্ষার আইন দরকার । এই মেধাস্বত্ত রক্ষার আইন প্রণয়ন করেই আমাদের দেশের সব ক্ষেত্রের মেধাস্বত্ত সত্যিকার রক্ষা পেতে পারবে ।

    জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি , রাষ্ট্রীয় কপিউরাইট ব্যুরোর মহা পরিচালক লুং সিনমিন এক সাক্ষাত্কারে বলেছেন , কপিউরাইট সম্পর্কিত আইন প্রণয়নের কাজও জোরদার করতে হবে । কপিউরাইটে আইন কার্যকরী করার কাজ জোরদার করতে হবে । কড়াকড়িভাবে আইন অনুযায়ী মেধাস্বত্ত লংঘন করার মামলাকে পরিচালনা করতে হবে । চীনে বিদেশী অধিকারীদের কপিউরাইটের স্বার্থ রক্ষা সহ আমাদেরকে জাতীয় উদ্ভাবনের ক্ষমতা রক্ষা করতে হবে ।