১০ মার্চ চীনের জলসেচ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর চীন ১২ বিলিয়ন ইউয়ান রেনমিনপি বরাদ্দ করে ৩ কোটি ২০ লাখ গ্রামীণ লোকের পানীয় জলের নিরাপত্তা সমস্যার সমাধান করবে।
এ বছর চীন প্রধানতঃ গ্রামের বেশি ফ্লোরিনযুক্ত, বেশি আর্সেনিকযুক্ত ও লবনাক্ত পানি অঞ্চল এবং শামুক জ্বর রোগ অঞ্চলের পানীয় জলের গুণগত মান সমস্যার সমাধান করবে। এর পাশাপাশি কম জনসংখ্যার জাতি ও গ্রামাঞ্চলের স্কুলগুলোর পানীয় জলের নিরাপত্তা সমস্যার সমাধান করবে।
পরিসংখ্যান অনুযায়ী, চীনে প্রায় ৩০ কোটি গ্রামীণ অধিবাসীর খাওয়ার পানি নিরাপদ নয়। এর মধ্যে ১৯ কোটি লোকের খাওয়ার পানির মধ্যে বিষাক্ত উপাদান থাকে। গত বছর চীন সরকার দশ বছর সময়ের মধ্যে বর্তমান গ্রামীন জনসংখ্যার পানীয় জলের নিরাপত্তা সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিয়েছে।
|