চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির উপ-মহাপরিচালক চাং কুও পাও ১০ মার্চ পেইচিংয়ে বলেছেন , চীনের কেন্দ্রীয় সরকার তিব্বতে নতুন জ্বালানী কাজে লাগিয়ে বিদ্যুত্ উত্পাদন প্রকল্প আরো সম্প্রসারিত করবে ।
১০ মার্চ তিব্বতের বিদ্যুত্ লিমিটেড কোম্পানি প্রতিষ্ঠিত হয় । তিনি বলেছেন , এই কোম্পানি প্রতিষ্ঠিত হবার পর
জলবিদ্যুত্ , সৌর শক্তি ও ভূগর্ভস্থ তাপমাত্রা কাজে লাগিয়ে তিব্বতের পরিবেশ সুরক্ষা করার ভিত্তিতে বিদ্যুত্ সরবরাহের সামর্থ্য উন্নত করা হবে এবং তিব্বতের জীবনযাপন ও উত্পাদনের ব্যবহার্য বিদ্যুত্ চাহিদা মেটানো হবে । তা ছাড়া কেন্দ্রীয় সরকার বিদ্যুত্ শিল্পের উন্নয়নের জন্য তিব্বতকে অব্যাহতভাবে অগ্রাধিকার দেবে । এই ক্ষেত্রে নীতি ও অর্থ বরাদ্দের দিক থেকে তিব্বতকে আরো বেশি সমর্থন করবে ।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হবার পরবর্তী ৪০ বছরেরও বেশি সময় ধরে তিব্বতের বিদ্যুত্ শিল্পের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার ৯ বিলিয়ন ইউয়ান অর্থ বরাদ্দ করেছে ।
|