বৃটেনের প্রধানমন্ত্রী টনী ব্লেয়ার ৯ মার্চ ই.ইউ.'র সদরদপ্তর ব্রুসেলসে বলেছেন, তিনি ই.ইউ.'র শীর্ষ সম্মেলনের মাধ্যমে ন্যাটোর মিত্র দেশগুলোর প্রতি আফগানিস্তানে আরো বেশি সৈন্য পাঠানোর আহ্বান জানিয়েছেন ।
শীর্ষ সম্মেলন শেষ হওয়ার পর তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি অন্যান্য দেশের নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনের বিরাতকালে আফগানিস্তানে সৈন্য পাঠানো নিয়ে আলোচনা করেছেন, কিছু দেশ ঐক্যবদ্ধভাবে আফগানিস্তানের সমস্যা সমাধান করার গুরুত্ব স্বীকার করেছে । তিনি এর মধ্যে আশার চিহ্ন দেখেছেন । কিন্তু আলোচনার বিস্তারিত বিষয়ে তিনি কিছুই বলেন নি ।
|