গত মংগলবার প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন লাতিন আমেরিকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে । বহু দেশের সরকার ও রাজনৈতিক মহলের ব্যক্তিরা গত কয়েক দিন পর পর ইস্তেহার ও বিবৃতি প্রকাশ করে যুক্তরাষ্ট্রের নিন্দার খন্ডন করেছে ।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইস্তেহারে বলেছে , ব্রাজিল সরকার আবার ঘোষণা করছে যে, ব্রাজিল মার্কিন প্রতিবেদনের বৈধতা স্বীকার করে না ।
মেক্সিকো পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইস্তেহারে যুক্তরাষ্ট্রের কাছে অন্য দেশের প্রতি সম্মান প্রদর্শনের দাবি জানিয়েছে
ইকুইডরের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইস্তেহারে বলেছে , অন্য দেশের মানবাধিকার অবস্থার উপর বেপরোয়াভাবে মন্তব্য করার অধিকার মার্কিন সরকারের নেই ।
তাছাড়া বলিভিয়া , ভেনিজুয়েলা ও কোষ্টারিকার সরকারী কর্মকর্তা , আইনজীবি ও বিশেষজ্ঞরাও মার্কিন প্রতিবেদন খন্ডন করেছেন ।
|