 চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও ১১ মার্চ পেইচিংয়ে বলেছেন, বিজ্ঞান ও গণতন্ত্রের ভিত্তিতে আইন প্রণয়ন করা হচ্ছে আইন প্রণয়নের গুণগত মান উন্নীত করার অভ্যন্তরীন চাহিদা। আইন প্রণয়নের গোটা প্রক্রিয়ায় তা অনুসরণ করতে হবে।
উ পাং কুও এ দিন পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে স্থায়ী কমিটির কার্যবিবরণী পাঠ করেছেন।
উ পাং কুও বলেছেন, জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটি এ বছর অব্যাহতভাবে অর্থনৈতিক ক্ষেত্রের আইন প্রণয়ন স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি সামাজিক ক্ষেত্রের আইন প্রণয়ন কাজও জোরদার করবে। পরিকল্পনা অনুযায়ী, এ বছর "দেওয়ানী মামলা আইন" ও "ফৌজদারী মামলা আইন" সংশোধন করা হবে। "কর্মসংস্থান ত্বরান্বিত আইন" , "সামাজিক বীমা আইন" ও "রাষ্ট্রীয় সম্পদ আইন" প্রণয়ন করা হবে।
|