চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ তাওয়েই ৯ মার্চ পেইচিংয়ে বলেছেন, তিনি ৯ মার্চ সকালে পেইচিংয়ে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী কিম কিয়েগুয়ান-এর সঙ্গে বৈঠক করেছেন। কিম কিয়েগুয়ান তাঁর কাছে নিউইয়র্কে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের বৈঠকের অবস্থা অবহিত করেছেন। দু'জন পরবর্তী ছ'পক্ষীয় বৈঠকের সংশ্লিষ্ট বিষয় নিয়ে মত বিনিময় করেছেন।
সিনহুয়া ওয়েব-সাইটে তিনি বলেছেন, চীন পরবর্তী বৈঠকে নতুন অগ্রগতি অর্জনের প্রত্যাশা করে। তিনি আশা করেন, বিভিন্ন পক্ষ এ জন্য গঠনমূলক প্রচেষ্টা চালাবে।
কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সম্পর্কিত পঞ্চম দফা ছ'পক্ষীয় বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জনের পর উত্তর কোরিয়া সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে বৈঠকে সম্পাদিত সংশ্লিষ্ট চুক্তি বাস্তবায়ন ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের উপায় নিয়ে আলোচনা করেছে।
উ তাওয়েই বলেছেন, চীন সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন করাকে স্বাগত জানিয়েছে। এসব দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অনুকূল। তা সম্প্রীতিমূলক বিশ্ব প্রতিষ্ঠার ধারণার সঙ্গেও সঙ্গতিপূর্ণ।
|