চীন আন্তর্জাতিক বেতার এবং চীনের জাতীয় চীনা ভাষা অফিস ৮ মার্চ কেনিয়ার রাজধানী নাইরোবীতে একটি দলিলপত্র স্বাক্ষর করে "সি আর আই নাইরোবীতে বেতারের কনফুসিয়াস ক্লাস" প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
আফ্রিকার প্রথম কনফুসিয়ারস ইন্সটিটিউট---নাইরোবী বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট প্রতষ্ঠার পর এটি হচ্ছে কেনিয়ায় প্রতিষ্ঠিত দ্বিতীয় সংস্থা। এর উদ্দেশ্য হচ্ছে চীনের সংস্কার প্রচার করা।
সি আর আইয়ের উপ-পরিচালক ওয়াং তোংমেই স্বাক্ষর অনুষ্ঠানে বলেছেন, "সি আর আই নাইরোবী বেতারের কনফুসিয়া ক্লাস" এখানে সি আর আইয়ের বেতারের মাধ্যমে চীনা ভাষা শিক্ষাদন সংক্রান্ত অনুষ্ঠান প্রচার করা হবে এবং কেনিয়ার সমাজের বিভিন্ন মহলের কাছে চীনা সংস্কার ছড়িয় দেয়া হবে। যাতে দু'দেশের জনগণের ঐতিহ্যিক মৈত্রী ত্বরান্বিত করা যায়।
|