চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলন হচ্ছে চীনা কমিউনিষ্ট পাটির নেতৃত্বে শ্রমিকশ্রেণীকে নেতৃত্বশক্তি হিসেবে এ শ্রমিক-কৃষক মৈত্রীকে ভিত্তি হিসেবে গ্রহণ করে, ব্যাপক বুদ্ধিজীবী ও অন্যান্য মেহনতী জনসাধারণকে ঐক্যবদ্ধ করে, দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলো, দেশপ্রেমিক ব্যক্তিবর্গ, থাইওয়ানবাসী, হংকং ও ম্যাকাও বাসী এবং প্রবাসী চীনাদের ঐক্যবদ্ধ করে গঠিত চীনের বিপ্লবী যুক্তফ্রন্টকে কাযর্করী করা সংস্থা। এই সংস্থা হচ্ছে পরামর্শ ও সুপরিশের সংস্থা। চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ পরিষদ গণ প্রজাতন্ত্রী চীনের শাসনতন্ত্রকে অবলম্বন করে নিজের সংবিধানের ধারাগুলো অনুযায়ী রাষ্ট্রের রাজনৈতিক জীবন ও বিপ্লবী যুক্তফ্রন্টের গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে পরামর্শ , মতামত ও প্রস্তাব দিয়ে থাকে।
১৯৪৯ সালের জুন মাসে পেইচিংএ চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ পরিষদের প্রস্তুতিমূলক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই বছরই সেপ্টেম্বর সামে অনুষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ অধিবেশনে এই সম্মেলন জাতীয় গণ কংগ্রেসের কতর্ব্য ও ক্ষমতা প্রয়োগ করে।
গণ প্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হওয়ার পর স্বয়ং চেয়ারম্যান মাও জেডোং এর ও প্রধানমন্ত্রী যৌ এনলাই-এর নেতৃত্বে ও পরিচালনায় চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ পরিষদ সমগ্র দেশের সকল জাতির জাতির জনগণকে ঐক্যবদ্ধ জরে ব্যাপক বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ করে , সকল দেশপ্রেসিক শক্তিকে ঐক্যবদ্ধ করে, নিম্নোক্ত কতর্ব্যসমূহ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, চীনা কমিউনিষ্ট পাটির ও বিভিন্ন দেশপ্রেমিক গণতান্ত্রিক দলগুলোর মধ্যে দীর্ঘকালীন সহাবস্থান ও পারস্পরিক তত্ত্বাবধানের নীতি বাযর্করী করা, বিভিন্ন জাতি বিষয়ক নীতি, প্রবাসী চীনা-বিষয়ক নীতি ও ধমর্নীতি কাযর্করী করা।
চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রধান কতর্ব্যসমূহ হচ্ছে, পরিদর্শন, সফর, তদন্ত ও গবেষণা সংগঠিত করা, বাস্তব অবস্থা সম্বন্ধে তথ্য সংগ্রহ, মতামত বা প্রস্তাব পেশ করা, নীতি প্রচার ও কাযর্করীকরণে এবং কাজকর্মের উন্নতিতে রাষ্ট্রীয় সংস্থাগুলোকে সহায়তা করা, দেশ গঠনের স্বার্থে আরো বেশি সুপারিশ, মতামত ও যোগ্য কর্মী সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট ইউনিটগগুলোর সঙ্গে সহযোগিতা করে রাজনৈতিক, অথর্নীতি, সংস্কৃতি , শিক্ষা, বিজ্ঞান ও প্রকৌশল প্রভৃতি ক্ষেত্রে উদ্যোগ নেওয়া এবং সমাজতান্ত্রিক সংস্কৃতির সমৃদ্ধি ও বৈজ্ঞানিক উন্নতির জন্য সংস্কৃতি ও বিজ্ঞান ক্ষেত্রে " শতফূল ফুটক, শত ভাবধারার মধ্যে প্রতিযোগিতা হোক" ----এই নীতি বাস্তবায়িত করা।
চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলন চীনা কমিউনিষ্ট পাটি, বিভিন্ন দেশপ্রেমিক গণতান্ত্রিক দল, নিদর্লীয় দেশপ্রেমিক ব্যক্তিবর্গ, বিভিন্ন গণ সংগঠন, বিভিন্ন বহলের প্রতিনিধি এবং বিশেষ আমন্ত্রণে যোগদানকারী ব্যক্তিদের নিয়ে গঠিত। এই সম্মেলনে আনুপাতিক সংখ্যায় সংখ্যালঘু জাতিগুলো, হংকং, ম্যাকাও-এর স্বদেশবাসী এবং প্রবাসী চীনাদের প্রতিনিধিও রয়েছে।
চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রতিটি জাতীয় কমিটির মেয়াদ পাঁচ বছর। জাতীয় কমিটিতে আছেন চেয়ারম্যান, কয়েকজন ভাইস চেয়ারম্যান ও একজন মহাসচিব। চীনা জনগণের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির অধিবেশন না-চলার সময়ে একটি স্ট্যান্ডিং কমিটি জাতীয় কমিটির পক্ষে কাজকর্ম চলায়।
|