v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-03-08 20:10:21    
ভিয়েতনামের কংগ্রেসের চেয়ারম্যান নগুইয়েন ফু ট্রোং

cri

    নগুইয়েন ফু ট্রোং ১৯৪৪ সালের ১৪ এপ্রিল ভিয়েতনামের হ্যানয় শহরের দং আনহ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৬৩ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি হ্যানয়ের বহুমূখী বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সংস্কৃতি বিভাগে লেখাপড়া করেন।

    ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি 'কমিউনিজম' নামক ম্যাগজিন সমৃদ্ধ ভান্ডারে কাজ করেন। ১৯৬৮ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি সে ম্যাগজিন সমৃদ্ধ ভান্ডারের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭৩ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক অর্থনীতি বিষয়ক স্নাতকাওর ডিগ্রী লাভের জন্য নগুইয়ে না'ই কোক উচ্চ পর্যায় ক্ষমতাসীন পার্টি স্কুলে লেখাপড়া করেন। ১৯৮১ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তিনি প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে ভাইস ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

    স্বদেশে ফিরে যাওয়ার পর, তিনি ১৯৮৩ থেএক ১৯৮৯ সাল পর্যন্ত তিনি পর পর 'কমিউনিজম' ম্যাগাজিনে পার্টি প্রতিষ্ঠা বিভাগের ভাইস পরিচালক ও পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সে ম্যাগাজিনের সম্পাদক কমিশনার হন। ১৯৯০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি ম্যাগাজিনের ভাইস প্রধান সম্পাদক হন। ১৯৯১ সালের আগষ্ট মাসে তিনি প্রধান সম্পাদক হন। ১৯৯৬ সালের অক্টোবর মাসে তিনি হ্যানয় শহরের উপসম্পাদক হন। ২০০০ সালের প্রথম দিকে তিনি হ্যানয় শহরের সম্পাদক হন। ২০০১ সালে তিনি হ্যানয় শহরের সম্পাদক ও কেন্দ্রীয় তত্ত্ব কমিশনের চেয়ারম্যান হন।

    নগুইয়েন ফু ট্রোং ১৯৯৪ সালের জানুয়ারী মাসে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সপ্তম কেন্দ্রীয় কমিটির সপ্তম পুর্ণাংগ সম্মেলনে পর্যায়ক্রমিক কেন্দ্রীয় কমিশনার নির্বাচিত হন। ১৯৯৬ সালের জুন মাসে তিনি ভিয়েতনামের অষ্টম জাতীয় গণ প্রতিনিধিদের অধিবেশনে কেন্দ্রীয় কমিশনার নির্বাচিত হন। ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির অষ্টম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পুর্ণাংগ সম্মেলনে তিনি কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর কমিশনার নির্বাচিত হন এবং চিন্তাধারা, সংস্কৃতি ও বিজ্ঞান আর প্রযুক্তি বিষয়ক দায়িত্ব পালন করেন। ২০০১ সালের এপ্রিল মাস ও ২০০৬ সালের এপ্রিল মাসে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নবম ও দশম জাতীয় গণ প্রতিনিধিদের সম্মেলনে দু'বার কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর কমিশনার নির্বাচিত হন। ২০০৬ সালের জুন মাসে তিনি ভিয়েতনামের একাদশ কংগ্রেসের নবম সম্মেলনে ভিয়েতনাম কংগ্রেসের চেয়ারম্যান নির্বাচিত হন।

    তিনি ১৯৯২, ১৯৯৭ ও ২০০১ সালে তিনবার চীন সফর করেন। ২০০৩ সালের অক্টোবর মাসে তিনি পেইচিংয়ে অনুষ্ঠিত চীন ও ভিয়েতনামের দু'টি ক্ষমতাসীন পার্টির তত্ত্ব গবেষণা সম্মেলনে অংশ নেন।